অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটকের পর হিলি সীমান্ত দিয়ে আল আমিন হোসেন (১৬) এক বাংলাদেশি কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ।
গতকাল মঙ্গলবার রাত ১০টায় সীমান্তের ২৮৪ নং পিলারের হিলি স্টেশন নামক এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে ওই কিশোরকে ফেরত দেয় বিএসএফ।
ফেরত আসা কিশোর আল আমিন হোসেন হলেন হবিগঞ্জ জেলার সদর থানার কালিগাছতলা এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অসীম মারাক বলেন, গেলো ১৪ই জুন সিলেটের জাফলং সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ওই কিশোর।
গতকাল ভারতের পশ্চিমবঙ্গের বালুরঘাট হয়ে (ভারত হিলি) সীমান্ত দিয়ে আবারো বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে এসময় সীমান্তের পিলার ২৮৫/৫ এস হতে আনুমানিক ১০ গজ ভারত অভ্যন্তরে দক্ষিণপাড়া হিলি নামক স্থান হতে তাকে আটক করে বিএসএফ।
আটককৃত কিশোরের বিরন্ধে অবৈধ সীমান্ত অতিক্রমের দায়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে বিজিবি তৎপর রয়েছে।