ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুদ্ধ শুরু হলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হত্যার হুমকি দেওয়ার পর।
মঙ্গলবার (১৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি তিনি লিখেন, ‘মর্যাদাবান হায়দারের নামে, যুদ্ধ শুরু হলো।’
সংবাদমাধ্যমটি বলছে, ট্রাম্পের হুমকি সত্ত্বেও ইরানের সর্বোচ্চ নেতা পুনর্ব্যক্ত করেন, ইরান ইসরায়েলের আক্রমণের কঠোর প্রতিশোধ নেবে। আয়াতুল্লাহ আলী খামেনি এক্সে ইংরেজিতে লিখেন, ‘আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা জায়ানবাদীদের কোনো দয়া দেখাবো না।’
এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে ইঙ্গিত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছেন,আমরা ঠিক জানি তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছেন।
মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট আরও বলেন,তিনি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু সেখানে নিরাপদ – আমরা তাকে বের করে (হত্যা!) আনবো না, অন্তত এখনই নয়।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন,কিন্তু আমরা চাই না বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হোক। আমাদের ধৈর্য ক্রমশ হ্রাস পাচ্ছে।
এর কিছুক্ষণ আগে দেওয়া আরেক পোস্টে ট্রাম্প বলেন,ইরানের আকাশসীমা আমাদের নিয়ন্ত্রণে।’ এই পোস্ট দুটির পরপরই তৃতীয় আরেকটি পোস্টে প্রেসিডেন্ট লিখেন, ‘আনকন্ডিশনাল সারেন্ডার! (নিঃশর্ত আত্মসমর্পণ!)
সূত্র: আল জাজিরা, দ্যা টাইমস অব ইসরায়েল।