নীলফামারীর সৈয়দপুরে শ্যামলী পরিবহনের ধাক্কায় নূর ইসলাম (৫৫) ও মাসুদ হোসেন (২৮) নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ জুন) সকালে ইটভাটার কাজ শেষ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আফতাব ভাটা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় সৈয়দপুর-রংপুর মহাসড়কে উঠতে গিয়ে কলাবাগান এলাকায় শ্যামলী পরিবহন (ঢাকা মেট্রো- ক, ১৫-১৯২৪) নামে একটি কোচের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারা ছিটকে পড়ে যায়। ওইসময় মোটরসাইকেলে থাকা নূর ইসলাম (৫৫) ও মাসুদ হোসেন (২৮) ঘটনাস্থলেই মারা যায়।
নিহত দুজনের মধ্যে নূর ইসলামের বাড়ি সৈয়দপুর উপজেলার কুজিপুকুর গ্রামে। তাঁর পিতার নাম আব্দুল গফুর। তিনি ইটভাটায় নৈশপ্রহরীর কাজ করতেন। আর মাসুদ হোসেনের বাড়ি একই ইউনিয়নের দলুয়া মুন্সিপাড়া গ্রামে। তাঁর পিতার নাম বুদারু মামুদ। তিনি ও ইটভাটায় ফায়ারম্যানের কাজ করতেন।
এ ব্যাপারে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।