মাহিয়া মাহি ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা। তিনি বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন । কিন্তু মা হওয়ার পর থেকে অভিনয়ে খুব একটা নিয়মিত নন মাহি । দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন অভিনেত্রী।
বৃহস্পতিবার (১৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী। এদিন সন্ধ্যায় নিউইয়র্ক পৌঁছেই নিজের ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করে দেশ ছাড়ার বিষয়টি জানিয়েছেন।
ওই পোস্টে অভিনেত্রী লিখেছেন, ঠিক আছে, ধন্যবাদ, বিদায়। চেকইন দেন নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
দেশ ছাড়া প্রসঙ্গে গণমাধ্যমকে অভিনেত্রী বলেন, ভিসা পাওয়ার পর আর আসা হয়নি যুক্তরাষ্ট্রে, তাই এবার একটু সময় বের করে এলাম। বাচ্চা তো দেশে আছে, ঘুরে ফিরে যাব।
প্রসঙ্গত,ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হয় মাহিয়া মাহির। অভিনয় দক্ষতা তাকে এগিয়ে দেয় অনেক দূর। সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে নেন তিনি।
মাহি মাঝখানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নমিনেশন চেয়ে আলোচনায় আসেন। এরপর অভিনয় থেকে অনেকটা সময় বিরতিতে থাকেন। সবশেষ তাকে দেখা গেছে ‘রাজকুমার’ সিনেমায়। এরপর কেটে গেছে এক বছর।