নীলফামারীর সৈয়দপুরে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা শুরু হয়েছে। সৈয়দপুর রপ্তানিমুখী গার্মেন্টস মালিক সমিতির উদ্যোগে এ মেলার আয়োজ করা হয়েছে। গতকাল দুপুরে সৈয়দপুর স্টেডিয়াম মাঠে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার ।
এসময় আরো উপস্থিত ছিলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান ,জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমাণিত ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ বাবলু , সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন প্রমুখ ।
মেলা বাস্তবায়ন ও পরিচালনা কমিটির পরিচালক এবং সৈয়দপুর রপ্তানিমুখী গার্মেন্টস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহীন আক্তার বলেন এ মেলায় শিশুদের বিভিন্ন রাইড ও নানা পণ্যের ৫০টি স্টল রয়েছে। প্লাস্টিকের ব্যবহার নিরুৎসাহিত করতে মেলায় পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
তিনি আরও জানান, স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের তাদের পণ্যের প্রচারসহ ব্যবসা-বাণিজ্যে গতি আনতে মেলার আয়োজন করা হয়েছে। এছাড়া সৈয়দপুর বিনোদনের জায়গার অভাব রয়েছে। মেলায় বাচ্চাদের বিভিন্ন রাইড আনা হয়েছে। এখানো নানা পণ্যের দোকানের পাশাপাশি খাবারের দোকানও রয়েছে। নানা বয়সী মানুষেরা মেলায় এসে ভাল সময় পাড় করতে পারবেন বলে আশা করছি।