মাগুরা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত গণমাধ্যমের অপসংবাদিকতা প্রতিরোধ এবং বস্তনিষ্ঠা সংবাদ পরিবেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে সার্কিট হাউজের কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলর চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম, বিশেষ অতিথি ছিলেন, প্রেস কাউন্সিল সচিব মোঃ আব্দুস সবুর, পুলিশ সুপার মিনা মাহমুদাসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
এসময় গণমাধ্যমের অপসংবাদিকতা প্রতিরোধ এবং বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। প্রশিকবষন কর্মশালায় বক্তব্য রাখেন জেলা পশাসক মোঃ অহিদুল ইসলাম, পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএম। কর্মশালায় সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক প্রমুখ। স্থানীয় সাংবাদিকরা প্রেসক্লাবকে রেজিস্ট্রেশন দেয়ার জন্য প্রেসকাউন্সিলের উপর দায়িত্ব দেয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষন করেন। পরে প্রশিক্ষন গ্রহনকারীদের মধ্যে প্রেসকাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ করে এমন আব্দুল হাকিম সনদপত্র বিতরণ করেন।