Dhaka ০২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে মার্কিন হামলা, যা বলল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া ইরানে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়ে বিবৃতিতে দিয়েছে।সোমবার (২৩ জুন) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের দেওয়া বিবৃতি তুলে ধারে আলজাজিরা জানায়, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে উত্তর কোরিয়া। এই হামলা সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন বিষয়ে জাতিসংঘ সনদের লঙ্ঘন।

আরও বলা হয়, এই হামলা একটি সার্বভৌম রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা এবং নিরাপত্তা স্বার্থকে সহিংসভাবে পদদলিত করেছে। এ ছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বসম্মত নিন্দা ও প্রত্যাখ্যানের আওয়াজ তোলার’ আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া।

এর আগে, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যে ২১ জুন দিনগত রাতে ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে, পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হলেও প্রাণহানির ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, কোনোপ্রকার উস্কানি ছাড়াই গত ১৩ জুন দিনগত রাত হঠাৎ ইরানে হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা।

হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের কমান্ডার ও বিপ্লবী রক্ষীবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল গোলাম আলি রশিদ ও দশজন পরমাণু বিজ্ঞানীসহ ৪০০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিশোধ হিসেবে শুক্রবার রাতে ‘অপারেশন ট্রু প্রমিস-৩ নামে’ অভিযান শুরু করে ইরান। এতে হতাহত কম হলেও ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

কে সিসির উদ্যোগে মৃত মুসলিম মানুষের গোসলের জন্য স্থয়ীভাবে আধুনিক স্থান নির্ধারণ

ইরানে মার্কিন হামলা, যা বলল উত্তর কোরিয়া

Update Time : ০১:০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

উত্তর কোরিয়া ইরানে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়ে বিবৃতিতে দিয়েছে।সোমবার (২৩ জুন) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের দেওয়া বিবৃতি তুলে ধারে আলজাজিরা জানায়, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে উত্তর কোরিয়া। এই হামলা সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন বিষয়ে জাতিসংঘ সনদের লঙ্ঘন।

আরও বলা হয়, এই হামলা একটি সার্বভৌম রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা এবং নিরাপত্তা স্বার্থকে সহিংসভাবে পদদলিত করেছে। এ ছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বসম্মত নিন্দা ও প্রত্যাখ্যানের আওয়াজ তোলার’ আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া।

এর আগে, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যে ২১ জুন দিনগত রাতে ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে, পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হলেও প্রাণহানির ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, কোনোপ্রকার উস্কানি ছাড়াই গত ১৩ জুন দিনগত রাত হঠাৎ ইরানে হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা।

হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের কমান্ডার ও বিপ্লবী রক্ষীবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল গোলাম আলি রশিদ ও দশজন পরমাণু বিজ্ঞানীসহ ৪০০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিশোধ হিসেবে শুক্রবার রাতে ‘অপারেশন ট্রু প্রমিস-৩ নামে’ অভিযান শুরু করে ইরান। এতে হতাহত কম হলেও ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।