দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে খুলনা মহানগরীর অর্ন্তগত সদর থানার ৩০ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ সালাউদ্দীন মোল্লা বুলবুলকে দায়িত্ব থেকে অব্যাহতি ও ৩০ নং ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক তৌহিদুর রহমান তৌহিদকে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার খবর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সদর থানা বিএনপি’র সভাপতি কে এম হুমায়ূন কবীর ও সাধারণ সম্পাদক মোলা ফরিদ আহমেদের সুপারিশের পরিপ্রেক্ষিতে মহানগর বিএনপি’র সভাপতি এড. এস এম শফিকুল আলম মনা এবং সাধারন সম্পাদক শফিকুল আলম তুহিন রোববার রাতে অব্যাহতিপত্রে স্বাক্ষর করেন। একই সাথে যুবদলের সুপারিশে ৩০ নং ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক তৌহিদুর রহমান তৌহিদকে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।