ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আমন রোপা রোপনের সময় বজ্রপাতে মোহাম্মদ আলী (৪২) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মশিউর রহমান (৩৫) ও তার ছেলে সাব্বির আহমেদ (১৩) গুরুতর আহত হয়েছেন।
রোববার( ২২ জুন) বিকাল সাড়ে ৪টায় উপজেলার চাড়োল ইউনিয়নের পরেদশীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দিনমজুর মোহাম্মদ আলী ওই গ্রামের তসির উদ্দীনের ছেলে। আহত বাবা ও ছেলের বাড়ীও পরদেশীপাড়া গ্রামে। তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত (ওসি) শওকত আলী সরকার।
নিহতের প্রতিবেশী সুলতান আলী সহ প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর থেকে পরদেশীপাড়া গ্রামের মোহাম্মদ আলী, মশিউরসহ ৬/৭ জন মাঠে রোপা আমন রোপনের কাজ করছিল। বিকাল ৪টার সময় হটাৎ বৃষ্টির সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলে মারা যায় মোহাম্মদ আলী। এ সময় আহত হয়েছেন সাব্বির ও তার বাবা মশিউর রহমান। স্থানীয়রা উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেছেন।