স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব) বলেছেন, মব জাস্টিস কোনো ভাবেই গ্রহন যোগ্য নয়। তার সঙ্গে (নুরুল হুদার) যেটা হয়েছে মানে গলায় এটা সেটা পরি দেয়া হয়েছে তা কোনো ভাবেই গ্রহন যোগ্য নয়। এমন কোনো কিছু থাকলে আমাদের জানাবেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করবেন। আইনশৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নিবে।
তিনি সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আরো বলেন, সেখানে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই ওনার (একেএম নূরুল হুদা) উপর হামলা করা হচ্ছে। এটার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত করে দেখবো কারা জড়িত। এর সঙ্গে যদি আইন শৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকে। তবে তাদের বিরুদ্ধেও আমরা আইনানুগ ব্যবস্থা নিব। কৃষি জমি দখলের বিষয়ে তিনি বলেন, আমরা কৃষি জমি সুরক্ষা একটি আইন করতে যাচ্ছি। এটি ‘কৃষি সুরক্ষা’ আইন যাতে কৃষি জমি দখল না হয়। আমাদের দেশ থেকে অনেক দেশি ফল হারিয়ে যাচ্ছে। তাই সবাইকে সচেতন করবেন যাতে দেশি ফলে গাছ সবাই বেশি করে লাগায়।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- গাজীপুরের জেলা প্রশাসক নাফিজা আরেফীন, গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার আহামেদ, হর্টিকালচার সেন্টারের উপ পরিচালক মো. এনামুল হক, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান ও মৌচাক পুলিশ ফাড়ির পরিদর্শক মো. আব্দুস সেলিমসহ আরো অনেকে।
তিনি সকাল সাড়ে ১০ টায় মৌচাক হর্টিকালচার সেন্টারে প্রবেশ করে পরিদর্শন করেন। পরে তিনি টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হন। সেখানে তিনি পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) পরিদর্শন এবং জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিবেন।