Dhaka ০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জের বেলকুচিতে বেপরোয়া আত্বসমর্পণকারী নিষিদ্ধ সর্বহারা দলের সদস্যরা

সিরাজগঞ্জের বেলকুচিতে র‌্যাবের কাছে আত্বসর্মপণ করা নিষিদ্ধ সর্বহারা দলের কয়েকজন সদস্য সম্প্রতি এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে। তারা যমুনা নদীর বালুর ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নানা অপরাধে জড়িয়ে যাচ্ছে। দুই মাসের ব্যবধানে তারা ৪টি গোলাগুলির ঘটনা ঘটিয়েছে। এসব ঘটনায় মামলা হওয়ায় জামিনে বের হয়ে তারা আরো বেপরোয়া হয়ে উঠেছে। আর অপরাধ করে যমুনার বেষ্টিত বেলকুচি উপজেলার বিভিন্ন জায়গায় গা ঢাকা দেওয়ার কারণে সন্ধান পাওয়া দুর্হ হয়ে পড়েছে। যে কারনে এলাকায় সাধারন মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।

জানা যায়, বেলকুচি উপজেলার চালা সাতরাস্তা এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে মো: বাপ্পি (৪০) ২০২৩ সালের মে মাসে এবং সেনভাঙ্গাবাড়ি উত্তরপাড়ার মৃত আলতাফ সরকারের ছেলে মো: পাষান (৩৬) ২০১৮ সালের মার্চে র‌্যাব-১২ এর মাধ্যমে আত্বসর্মপণ করেন। এদের বিরুদ্ধে একাধিক হত্যা ও অস্ত্র মামলা ছিল। এলাকায় এতোদিন তারা অনেকটা শান্ত থাকলেও সম্প্রতি এই দুই সর্বহারা সদস্যের নেতৃত্বে তার সহযোগীরা এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে। এরা যমুনা নদীর বালুর ব্যবসা নিয়ন্ত্রনের জন্য ২০২৫ সালের ২৩ ও ২৬ এপ্রিল প্রতিপক্ষকে ঘায়েল করতে যমুনা নদীর অভ্যন্তরে গুলিবর্ষণের ঘটনা ঘটিয়ে আতংক ছড়ায়। এরপর এলাকায় আধিপত্য বিস্তার করতে গিয়ে তারা ১৮জুন রাতে চালা এলাকায় মকন্দগাতি গ্রামের মোহাম্মদ আলীসহ ৩/৪জনকে মারধর করে এবং ভীতি ছড়ানোর জন্য পিস্তল ও শর্টগান থেকে ফাঁকা গুলিবর্ষণ করে। এ ঘটনায় মামলা করা হলে পরের দিনই তারা আদালত থেকে জামিন নেয়। এরপর এলাকায় ফিরে গিয়ে ১৯ জুন রাতের আধারে তারা আবারো মামলার বাদী মুকন্দগাতি পূর্বপাড়ার কাইয়ুম, সহযোগী চালার শাকিল ও ক্ষিদ্রমাটিয়া এলাকার ইব্রাহিমকে মারধর করে। এসময় তারা বসতবাড়ি ভাংচুর ও লুটপাট করে। এতে বাধা দিতে গেলে হামলাকারীদের ছোঁড়া শটঁগানের গুলিতে মকন্দগাতি গ্রামের মোহাম্মদ ও শফিকুল এবং চালার কাওসার সেলিম আহত হন। এ ঘটনায় ২০জুন বেলকুচি থানায় বাদী হয়ে আহত কাইয়ুম আরেকটি মামলা দায়ের করেন। এসব ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। যে কোন সময় আরো বড় ধরনের অপরাধ সংগঠিত হওয়ার আশংকা করছেন এলাকাবাসী।

এ বিষয়ে মামলার বাদী কাইয়ুম প্রামানিক বলেন, আমি যমুনা নদীর বৈধ বালু ব্যবসায়ী। আমাদের উপরে দুইবার গুলিবর্ষণ ও মারধর করা হলেও পুলিশ মামলার কোন আসামীকে এখনো গ্রেপ্তার করতে পারেনি। ঘটনাস্থল থেকে ৪টি গুলির খোসাও উদ্ধার করেছে পুলিশ। উপরোন্ত আসামীরা আমাকে ও মামলার সাক্ষীসহ আত্বীয়-স্বজনদের ভয়ভীতি দেখাচ্ছে এবং মোবাইলে হুমকি দিচ্ছে। আমরা পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীণতায় ভুগছি।

এ বিষয়ে বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন রবিবার বিকেলে বলেন, বালু ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের মধ্যে একাধিকবার মারধর, বসতবাড়ি ভাংচুর ও গুলিবর্ষণের মত ঘটনা ঘটেছে। এক পক্ষ মামলা করলেও এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আমরা গুরুত্ব সহকারে এসব বিষয়ে তদন্ত করছি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত মো: বাপ্পি ও পাষানকে মোবাইল করা হলেও রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

কে সিসির উদ্যোগে মৃত মুসলিম মানুষের গোসলের জন্য স্থয়ীভাবে আধুনিক স্থান নির্ধারণ

সিরাজগঞ্জের বেলকুচিতে বেপরোয়া আত্বসমর্পণকারী নিষিদ্ধ সর্বহারা দলের সদস্যরা

Update Time : ০৯:৪৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

সিরাজগঞ্জের বেলকুচিতে র‌্যাবের কাছে আত্বসর্মপণ করা নিষিদ্ধ সর্বহারা দলের কয়েকজন সদস্য সম্প্রতি এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে। তারা যমুনা নদীর বালুর ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নানা অপরাধে জড়িয়ে যাচ্ছে। দুই মাসের ব্যবধানে তারা ৪টি গোলাগুলির ঘটনা ঘটিয়েছে। এসব ঘটনায় মামলা হওয়ায় জামিনে বের হয়ে তারা আরো বেপরোয়া হয়ে উঠেছে। আর অপরাধ করে যমুনার বেষ্টিত বেলকুচি উপজেলার বিভিন্ন জায়গায় গা ঢাকা দেওয়ার কারণে সন্ধান পাওয়া দুর্হ হয়ে পড়েছে। যে কারনে এলাকায় সাধারন মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।

জানা যায়, বেলকুচি উপজেলার চালা সাতরাস্তা এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে মো: বাপ্পি (৪০) ২০২৩ সালের মে মাসে এবং সেনভাঙ্গাবাড়ি উত্তরপাড়ার মৃত আলতাফ সরকারের ছেলে মো: পাষান (৩৬) ২০১৮ সালের মার্চে র‌্যাব-১২ এর মাধ্যমে আত্বসর্মপণ করেন। এদের বিরুদ্ধে একাধিক হত্যা ও অস্ত্র মামলা ছিল। এলাকায় এতোদিন তারা অনেকটা শান্ত থাকলেও সম্প্রতি এই দুই সর্বহারা সদস্যের নেতৃত্বে তার সহযোগীরা এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে। এরা যমুনা নদীর বালুর ব্যবসা নিয়ন্ত্রনের জন্য ২০২৫ সালের ২৩ ও ২৬ এপ্রিল প্রতিপক্ষকে ঘায়েল করতে যমুনা নদীর অভ্যন্তরে গুলিবর্ষণের ঘটনা ঘটিয়ে আতংক ছড়ায়। এরপর এলাকায় আধিপত্য বিস্তার করতে গিয়ে তারা ১৮জুন রাতে চালা এলাকায় মকন্দগাতি গ্রামের মোহাম্মদ আলীসহ ৩/৪জনকে মারধর করে এবং ভীতি ছড়ানোর জন্য পিস্তল ও শর্টগান থেকে ফাঁকা গুলিবর্ষণ করে। এ ঘটনায় মামলা করা হলে পরের দিনই তারা আদালত থেকে জামিন নেয়। এরপর এলাকায় ফিরে গিয়ে ১৯ জুন রাতের আধারে তারা আবারো মামলার বাদী মুকন্দগাতি পূর্বপাড়ার কাইয়ুম, সহযোগী চালার শাকিল ও ক্ষিদ্রমাটিয়া এলাকার ইব্রাহিমকে মারধর করে। এসময় তারা বসতবাড়ি ভাংচুর ও লুটপাট করে। এতে বাধা দিতে গেলে হামলাকারীদের ছোঁড়া শটঁগানের গুলিতে মকন্দগাতি গ্রামের মোহাম্মদ ও শফিকুল এবং চালার কাওসার সেলিম আহত হন। এ ঘটনায় ২০জুন বেলকুচি থানায় বাদী হয়ে আহত কাইয়ুম আরেকটি মামলা দায়ের করেন। এসব ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। যে কোন সময় আরো বড় ধরনের অপরাধ সংগঠিত হওয়ার আশংকা করছেন এলাকাবাসী।

এ বিষয়ে মামলার বাদী কাইয়ুম প্রামানিক বলেন, আমি যমুনা নদীর বৈধ বালু ব্যবসায়ী। আমাদের উপরে দুইবার গুলিবর্ষণ ও মারধর করা হলেও পুলিশ মামলার কোন আসামীকে এখনো গ্রেপ্তার করতে পারেনি। ঘটনাস্থল থেকে ৪টি গুলির খোসাও উদ্ধার করেছে পুলিশ। উপরোন্ত আসামীরা আমাকে ও মামলার সাক্ষীসহ আত্বীয়-স্বজনদের ভয়ভীতি দেখাচ্ছে এবং মোবাইলে হুমকি দিচ্ছে। আমরা পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীণতায় ভুগছি।

এ বিষয়ে বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন রবিবার বিকেলে বলেন, বালু ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের মধ্যে একাধিকবার মারধর, বসতবাড়ি ভাংচুর ও গুলিবর্ষণের মত ঘটনা ঘটেছে। এক পক্ষ মামলা করলেও এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আমরা গুরুত্ব সহকারে এসব বিষয়ে তদন্ত করছি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত মো: বাপ্পি ও পাষানকে মোবাইল করা হলেও রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।