সিরাজগঞ্জ জেলায় “গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন মম্মেলন কক্ষে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায়ের প্রকল্পের আওতায় এবং স্থানীয় সরকার বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় বাস্তবায়নাধীন এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল ইসলাম।
স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জ এর উপপরিচালক (ভা:প্রা:) গণপতি রায় এর সভাপতিত্বে কর্মশালায় গ্রাম আদালতের সচিত্র কার্যক্রম উপস্থাপন করেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো: আব্দুল হান্নান।
এসময় জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, গ্রাম আদালতের ক্ষমতায়ন সম্পর্কে সাধারণ মানুষের মাঝে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালাতে হবে। সাধারণ মানুষ গ্রাম আদালতে সঠিক বিচার যাতে পায় সেদিক লক্ষ্য রাখতে হবে।
কর্মশালায় জেলার বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধি, প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি, ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ অংশ নেন।