উৎসবমুখর পরিবেশে গাইবান্ধার সুন্দরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘কাব আনন্দমেলা ২০২৫’। সোমবার (২৩ জুন) দিনব্যাপী আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ এবং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই বর্ণাঢ্য আয়োজন।
বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এবং সুন্দরগঞ্জ উপজেলা স্কাউটসের উদ্যোগে আয়োজিত আনন্দমেলায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে আগত শতাধিক কাব স্কাউট সদস্য অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউট সভাপতি রাজ কুমার বিশ্বাস জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলন করেন।।স্বাগত বক্তব্য দেন উপজেলা স্কাউটস সম্পাদক এম মাহফুজার রহমান লেলিন।
এলটি লিডার জিন্নাতুন ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার বেলাল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশিকুর রহমান, মুকুল বর্মন, রিপন আলী, বিপ্লব হাসান মদিনা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজাহান মিঞা, খানাবাড়ি দাখিল মাদরাসার সুপার মাওলানা ইয়াকুব আলী, উজান তেওড়া টিইউএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নবী মিয়া, চন্ডিপুর এটিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, পাঁচগাছি শান্তিরাম মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুস্তম আলী, ফলগাছা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদ, কাব লিডার জিয়াউল ইসলাম সরকার, উপজেলা স্কাউটস কোষাধ্যক্ষ এসএম রাশেদুল আখতার এবং সহকারী কমিশনার নজরুল ইসলাম।
দিনব্যাপী আনন্দমেলায় কাব স্কাউটদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, কুইজ, শিল্পকর্ম প্রদর্শনী, শারীরিক কসরত ও স্কাউটস নীতিনির্ভর বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্কাউট লিডার এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিশুদের আত্মবিশ্বাস, দেশপ্রেম ও সৃজনশীলতা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশ স্কাউটস, সুন্দরগঞ্জ উপজেলা শাখা সূত্রে জানা গেছে, ভবিষ্যতেও শিশু-কিশোরদের নিয়ে নিয়মিতভাবে এমন কার্যক্রম অব্যাহত রাখা হবে।