নিয়োগবিধি সংশোধনসহ ৬ দফা দাবিতে জয়পুরহাটে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালন করেন জেলা হেলথ্ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা। এতে টিকাদান কার্যক্রম ব্যাহত হয়।
তাদের দাবির মধ্যে রয়েছে—নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ, ১৪তম গ্রেড প্রদানসহ টেকনিক্যাল স্বীকৃতি ও ন্যায্য বেতন-ভাতা।
জেলা হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি আল মোস্তাহিদ জুয়েলের সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য দেন সহ-সভাপতি টিপু সুলতান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর মজিদ, সদস্য তানজিলা খাতুন, তহসিনা খানম ও ফেরদৌসী বেগম।
বক্তারা জানান, দাবি না মানলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সব কার্যক্রম বন্ধ করা হবে। একই দাবিতে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও কর্মসূচি পালিত হয়। এতে উপজেলা কমিটির সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রেজাউন্নবী (রানু), উপজেলার সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম প্রমুখ।