সারাদেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনের মধ্যদিয়ে কাব স্কাউটদের নিয়ে কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) সকালে নন্দীগ্রাম মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই কাব কার্নিভালের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি মোসা. লায়লা আঞ্জুমান বানু। পরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে ও উপজেলা স্কাউটসের সম্পাদক রুহুল আমিন রানার সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান। এসময় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নার্গিস পারভিন, ইদ্রসি আলী, মহেশ চন্দ্র, দেবাশীষ কুন্ডু ও নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটসের সহ-সভাপতি আলী আজম প্রমুখ।
এসময় স্কাউটস নেতৃৃবৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণ উপস্থিত ছিলেন। কাব কার্নিভালে উপজেলার ৩০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৮০ জন কাব শিশু ও ৩০ জন ইউনিট লিডার অংশগ্রহণ করে। দিনশেষে অংশ গ্রহণকারী দল ও বিজয়ীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।