Dhaka ০৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বিঘ্নে গেমিংয়ের জন্য ইনফিনিক্সের নতুন ফিচার

দিন দিন মোবাইল গেমিংয়ের জনপ্রিয়তা বাড়লেও দীর্ঘক্ষণ গেম খেলার সময় ফোনের পারফরম্যান্স অবনতি এখনও অনেক গেমারের জন্য বড় সমস্যা। ফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া, ল্যাগ হওয়া, চার্জ দ্রুত শেষ হওয়া ও ফ্রেম ড্রপ—কম বেশি সব গেমারকেই এসব অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়।

এসব চ্যালেঞ্জ মোকাবিলায় এবার বিশেষ এক প্রযুক্তি নিয়ে বাজারে হাজির হচ্ছে ইনফিনিক্স। তাদের নতুন উদ্ভাবন ‘অল-ডে ফুল এফপিএস সিস্টেম’ দাবি করছে—এটি শুধু একটি ফিচার নয়, বরং মোবাইল গেমিং অভিজ্ঞতাকে পুরোপুরি বদলে দেওয়ার জন্য একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা।

ইনফিনিক্সের ‘অল-ডে ফুল এফপিএস সিস্টেম’ কোনো একক ফিচার নয়, বরং কুলিং, চার্জিং এবং সফটওয়্যার অপটিমাইজেশনকে নিয়ে একসাথে তৈরি করা হয়েছে একটি সম্পূর্ণ গেমিং ইকোসিস্টেম। যার মূল লক্ষ্য গেম খেলার সময় ফোনকে ঠান্ডা রাখা, চার্জ দ্রুত শেষ না হওয়া এবং ফ্রেম রেট ড্রপ না করানো।

এই সিস্টেমটির সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো একটি হালকা ও চৌম্বক ফ্যান কুলার, যা ফোনের সঙ্গে যুক্ত করলে একসাথে রিয়েল টাইম কুলিং এবং ওয়্যারলেস চার্জিং সুবিধা দেয়। বিশেষ ডিজাইনের বায়ুপ্রবাহের কারণে গেমারদের হাতে গরমও লাগে না, ফলে খেলা হয় আরও আরামদায়ক।

সিস্টেমটিতে রয়েছে বিশেষ এক ফিচার ‘ড্রাকো মোড’, যা চালু করলে ফোন স্বয়ংক্রিয়ভাবে গেমিং পারফরম্যান্স মোডে চলে যাবে। ইনফিনিক্সের এই প্রযুক্তি পাবজি ও এমএলবিবি’র মতো জনপ্রিয় গেমগুলোতে দীর্ঘ সময় ধরে ১২০ ফ্রেম পার সেকেন্ড (FPS) পর্যন্ত খেলা যায়। যেখানে অধিকাংশ ফোন কিছুক্ষণের মধ্যেই অতিরিক্ত গরম হয়ে ফ্রেম রেট কমে যায়, সেখানে ইনফিনিক্স দাবি করছে, তাদের এই সিস্টেম সেই বাধা কাটিয়ে উঠবে।

এছাড়া ফোনের জন্য রয়েছে থার্মালি ডিজাইন করা একটি কেস, যা কেবল ফোনের শোভা বৃদ্ধি করে না, বরং গরম কমাতে সাহায্য করে। পাশাপাশি ম্যাগনেটিক অ্যাক্সেসরিজ সাপোর্ট সুবিধার মধ্যে রয়েছে এক্সটার্নাল ব্যাটারি ও গেমিং স্ট্যান্ড, যা গেমিং অভিজ্ঞতাকে আরও উন্নত করে।

এগুলোর পাশাপাশি ফোনের ভেতরে থাকবে পরবর্তী প্রজন্মের হার্ডওয়্যার এলপিডিডিয়ার৫এক্স র‍্যাম, ইউএফএস ৪.০ স্টোরেজ, এমনকি রে ট্রেসিং সাপোর্ট— যা এখনো স্মার্টফোনের বাজারে খুব একটা পাওয়া যায় না।

এই প্রযুক্তিগত উদ্ভাবনের পাশাপাশি, ইনফিনিক্স দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজন করছে পাবজি মোবাইল ক্যাম্পাস চ্যাম্পিয়নশিপ, যার রেজিস্ট্রেশন শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

গোপালগঞ্জে কারফিউ চলবে

নির্বিঘ্নে গেমিংয়ের জন্য ইনফিনিক্সের নতুন ফিচার

জন দেখেছেন : ০৮:৩৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

দিন দিন মোবাইল গেমিংয়ের জনপ্রিয়তা বাড়লেও দীর্ঘক্ষণ গেম খেলার সময় ফোনের পারফরম্যান্স অবনতি এখনও অনেক গেমারের জন্য বড় সমস্যা। ফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া, ল্যাগ হওয়া, চার্জ দ্রুত শেষ হওয়া ও ফ্রেম ড্রপ—কম বেশি সব গেমারকেই এসব অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়।

এসব চ্যালেঞ্জ মোকাবিলায় এবার বিশেষ এক প্রযুক্তি নিয়ে বাজারে হাজির হচ্ছে ইনফিনিক্স। তাদের নতুন উদ্ভাবন ‘অল-ডে ফুল এফপিএস সিস্টেম’ দাবি করছে—এটি শুধু একটি ফিচার নয়, বরং মোবাইল গেমিং অভিজ্ঞতাকে পুরোপুরি বদলে দেওয়ার জন্য একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা।

ইনফিনিক্সের ‘অল-ডে ফুল এফপিএস সিস্টেম’ কোনো একক ফিচার নয়, বরং কুলিং, চার্জিং এবং সফটওয়্যার অপটিমাইজেশনকে নিয়ে একসাথে তৈরি করা হয়েছে একটি সম্পূর্ণ গেমিং ইকোসিস্টেম। যার মূল লক্ষ্য গেম খেলার সময় ফোনকে ঠান্ডা রাখা, চার্জ দ্রুত শেষ না হওয়া এবং ফ্রেম রেট ড্রপ না করানো।

এই সিস্টেমটির সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো একটি হালকা ও চৌম্বক ফ্যান কুলার, যা ফোনের সঙ্গে যুক্ত করলে একসাথে রিয়েল টাইম কুলিং এবং ওয়্যারলেস চার্জিং সুবিধা দেয়। বিশেষ ডিজাইনের বায়ুপ্রবাহের কারণে গেমারদের হাতে গরমও লাগে না, ফলে খেলা হয় আরও আরামদায়ক।

সিস্টেমটিতে রয়েছে বিশেষ এক ফিচার ‘ড্রাকো মোড’, যা চালু করলে ফোন স্বয়ংক্রিয়ভাবে গেমিং পারফরম্যান্স মোডে চলে যাবে। ইনফিনিক্সের এই প্রযুক্তি পাবজি ও এমএলবিবি’র মতো জনপ্রিয় গেমগুলোতে দীর্ঘ সময় ধরে ১২০ ফ্রেম পার সেকেন্ড (FPS) পর্যন্ত খেলা যায়। যেখানে অধিকাংশ ফোন কিছুক্ষণের মধ্যেই অতিরিক্ত গরম হয়ে ফ্রেম রেট কমে যায়, সেখানে ইনফিনিক্স দাবি করছে, তাদের এই সিস্টেম সেই বাধা কাটিয়ে উঠবে।

এছাড়া ফোনের জন্য রয়েছে থার্মালি ডিজাইন করা একটি কেস, যা কেবল ফোনের শোভা বৃদ্ধি করে না, বরং গরম কমাতে সাহায্য করে। পাশাপাশি ম্যাগনেটিক অ্যাক্সেসরিজ সাপোর্ট সুবিধার মধ্যে রয়েছে এক্সটার্নাল ব্যাটারি ও গেমিং স্ট্যান্ড, যা গেমিং অভিজ্ঞতাকে আরও উন্নত করে।

এগুলোর পাশাপাশি ফোনের ভেতরে থাকবে পরবর্তী প্রজন্মের হার্ডওয়্যার এলপিডিডিয়ার৫এক্স র‍্যাম, ইউএফএস ৪.০ স্টোরেজ, এমনকি রে ট্রেসিং সাপোর্ট— যা এখনো স্মার্টফোনের বাজারে খুব একটা পাওয়া যায় না।

এই প্রযুক্তিগত উদ্ভাবনের পাশাপাশি, ইনফিনিক্স দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজন করছে পাবজি মোবাইল ক্যাম্পাস চ্যাম্পিয়নশিপ, যার রেজিস্ট্রেশন শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।