গাইবান্ধার সুন্দরগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার চারা ও কৃর্ষি উপকরন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন ) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে বীজ ও রাসায়নিক সার(১০কেজি ডিএপি ১০কেজি এমওপি) ও কৃর্ষি উপকরন বিতরণ করা হয়।
বীজ ও সার বিতরণ উপলক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদেক হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম সরকার মঞ্জু, উপজেলা বিএনপির কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ,
পরে অতিথিবৃন্দু উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫ হাজার৩০জন কৃষকের মাঝে আমন ধনের বীজ, সার ও ৪শ ৮০ জনের মাঝে নারিকেলের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।