নীলফামারীর সৈয়দপুরে পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ দিয়ে আনুমানিক ৮০ হাজার টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সোমবার (২৩ জুন) দুপুরে পুকুরের মালিক মোছা. পপি (৩০) সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, শহরের নতুন বাবুপাড়া পুরাতন পোস্ট অফিস ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকার বাসিন্দা মোছা. পপির সাথে গত রবিবার একই এলাকার মো. জিতু (১৯) মো.রবিউল ইসলাম (৫০), মো.সাইদুল ইসলাম (৫০) মো. রাহাত (১৯), মো. মোক্তার (৪৫),মো. বাপ্পী (২০) এর সাথে ঝগড়ায় ভুক্তভোগীর পরিবারকে বেদম মারপিট করা হয় । এতে ভুক্তভোগীর পরিবার হাসপাতালে চিকিৎসা নেয়ার পর সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ করে। ওই অভিযোগ কেন করা হয়েছে সেই অপরাধে ভুক্তভোগির পুকুরে বিষ দিয়ে প্রায় ৮০ হাজার টাকার মাছ মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ দেন।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।