Dhaka ০৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল ৩ দিনের রিমান্ডে

আদালত তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে । আজ বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে শেরেবাংলা নগর থানার মামলায় এই আদেশ দেন আদালত।

পুলিশ এর আগে, কাজী হাবিবুল আউয়ালকে আদালতে তোলে। এ সময় মামলার তদন্তে তার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতকে হাবিবুল আউয়াল বলেন, ডামি নির্বাচন শুধু আমার জন্য হয়নি। তবে কমিশন প্রধান হিসেবে সামগ্রিকভাবে কিছুটা ব্যতয় ছিল। বিনয়ের সঙ্গে বলতে চাই, দলীয় সরকারের অধীনে প্রতিটা নির্বাচন বিতর্কিত।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, সাধু সাজার চেষ্টা করবেন না। আপনি নিজের অপকর্ম ঢাকার চেষ্টা করছেন।

উল্লেখ্য, বুধবার দুপুরে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তারের কথা জানায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে বিএনপির করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত ২২ জুন রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনের নাম উল্লেখ করে মামলা করে বিএনপি।

২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজী হাবিবুল আউয়াল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

কে সিসির উদ্যোগে মৃত মুসলিম মানুষের গোসলের জন্য স্থয়ীভাবে আধুনিক স্থান নির্ধারণ

সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল ৩ দিনের রিমান্ডে

Update Time : ০৭:০০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

আদালত তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে । আজ বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে শেরেবাংলা নগর থানার মামলায় এই আদেশ দেন আদালত।

পুলিশ এর আগে, কাজী হাবিবুল আউয়ালকে আদালতে তোলে। এ সময় মামলার তদন্তে তার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতকে হাবিবুল আউয়াল বলেন, ডামি নির্বাচন শুধু আমার জন্য হয়নি। তবে কমিশন প্রধান হিসেবে সামগ্রিকভাবে কিছুটা ব্যতয় ছিল। বিনয়ের সঙ্গে বলতে চাই, দলীয় সরকারের অধীনে প্রতিটা নির্বাচন বিতর্কিত।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, সাধু সাজার চেষ্টা করবেন না। আপনি নিজের অপকর্ম ঢাকার চেষ্টা করছেন।

উল্লেখ্য, বুধবার দুপুরে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তারের কথা জানায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে বিএনপির করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত ২২ জুন রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনের নাম উল্লেখ করে মামলা করে বিএনপি।

২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজী হাবিবুল আউয়াল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।