[ঢাকা, ২৫ জুন ২০২৫] বাংলাদেশের শীর্ষস্থানীয় হাউজিং ফাইন্যান্স প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এর ২০২৫ সালের ১৯ জুন অনুষ্ঠিত ১৫৮তম বোর্ড সভায় সৈয়দ মঈনউদ্দীন আহমেদ
সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।
জনাব আহমেদ ২০২৪ সালের মে মাস থেকে ডিবিএইচ-এর ভাইস-চেয়ারম্যান এবং ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি-এর মনোনীত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২৫ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের আর্থিক (ব্যাংকিং ও ইন্স্যুরেন্স) খাতে নেতৃত্ব ও পেশাগত উৎকর্ষতার
অভিজ্ঞতা অর্জন করেছেন। বর্তমানে তিনি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স-এর অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং ও ফাইন্যান্সে এমবিএ ডিগ্রিধারী জনাব আহমেদ ব্যবসায় উন্নয়ন, কৌশলগত নেতৃত্ব এবং প্রযুক্তিগত রূপান্তরের ক্ষেত্রে ব্যাপক দক্ষতা অর্জন করেছেন। তাঁর নেতৃত্বে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি আরও বড় পরিসরে পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী আবাসন ঋণ প্রদানে অগ্রণী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি-এর পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সৈয়দ মঈনউদ্দীন আহমেদ- কে নতুন দায়িত্বে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানের আরও অগ্রগতি প্রত্যাশা করছেন।