উলিপুরে তবকপুর ইউনিয়ন পরিষদের আওয়ামী দলীয় চেয়ারম্যান মোখলেছুর রহমানের সংবাদ সম্মেলনের বিরুদ্ধে উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র নেতাএবং সংশ্লিষ্ট ইউপি’র প্যানেল চেয়ারম্যানের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে উলিপুর প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পৃথক পৃথকভাবে লিখিত বক্তব্য পাঠ করেন, ঐ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোঃ রেজাউল করিম ও ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব এনামুল হক মানিক। এ সময় উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ হায়দার আলী মিয়া উপস্থিত থেকে প্রতিবাদি বক্তব্য রাখেন।
লিখিত বক্তব্যে জানা যায়, আওয়ামী দলীয় ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান ভোট চুরি করে এবং ক্ষমতার দাপটে নির্বাচিত হয়ে পাহাড় সমান দুর্নীতি করেন। যা ইতিমধ্যে বিভিন্ন পত্রিকায় প্রকাশ হয়েছে। গত ১৭ জুনদুর্নীতিবাজ ও ফ্যাসিস্ট চেয়ারম্যান মোখলেছুর রহমান এক সংবাদ সম্মেলনে বিএনপির নেতা-কর্মীদের জড়ায়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করেছেন। সংবাদ মম্মেলন করে চেয়ারম্যান অভিযোগ করেন, আমরা নাকি তাকে হত্যার হুমকী দিচ্ছি। ঐ মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে মোখলেছুর রহমানকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে চেয়ারম্যান কক্ষের তালা ভেঙ্গে কাগজপত্র তছনছ কিংবা নিয়ে যাওয়ার বিষয়টি মিথ্যা ও বানোয়াট। এ সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা এবং বানোয়াট ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ এবং চেয়ারম্যান মোখলেছুরকে দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।