রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, পিপিএম(বার), পিএইচডি সিরাজগঞ্জ পুলিশ লাইন্স রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেছেন। সোমবার সকালে পুলিশ লাইন মাঠে আগমন করলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন ।
এসময় ডিআইজি পুলিশ লাইন্স সিরাজগঞ্জ মাঠে অনুষ্ঠিত বার্ষিক কুচকাওয়াজ পরিদর্শন করেন। বার্ষিক কুচকাওয়াজ পরিদর্শন শেষে রিজার্ভ অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ন রেজিস্টারসহ আনুষঙ্গিক সকল কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণপূর্বক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং পরিদর্শন সম্পন্ন করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। পরে পরিদর্শনের অংশ হিসেবে পুলিশ লাইন্সের বিভিন্ন ইউনিট পরিদর্শনসহ সকল কার্যক্রম সম্পন্ন করেন।
পরিদর্শন শেষে ডিআইজি পুলিশ লাইন্স শহীদ বীর মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত সকল অফিসার ও ফোর্সের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং পুলিশের করণীয় বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন মূল্যবান দিক-নির্দেশনা তুলে ধরেন।
পরবর্তীতে পুলিশ অফিস সম্মেলন কক্ষে ডিআইজি মহোদয় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইউনিট ইনচার্জদের সাথে সিরাজগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন। এসময় দৈনন্দিন যেকোন চ্যালেঞ্জ মোকাবিলা করার লক্ষ্যে আরোবেগবান হয়ে কাজ করার জন্য সকল ইউনিট ইনচার্জদের প্রেরণা ও প্রেষণা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোস্তাক আহমেদ, কমান্ড্যান্ট (সুপারনিউমারারি অ্যাডিশনাল ডিআইজি), ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, সিরাজগঞ্জ, মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্), সিরাজগঞ্জ, মোঃ কামরুজ্জামান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, শাহজাদপুর সার্কেল, সিরাজগঞ্জ, মোঃ নাজরান রউফ, অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ সার্কেল, সিরাজগঞ্জ, মোঃ আসাদুজ্জামান শাকিল, সহকারী পুলিশ সুপার, উল্লাপাড়া সার্কেল, সিরাজগঞ্জ, মোঃ হুমায়ুন কবির, সহকারী পুলিশ সুপার, বেলকুচি সার্কেল, সিরাজগঞ্জ, অফিসার ইনচার্জবৃন্দ, ইউনিট ইনচার্জগণসহ জেলা পুলিশের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ।