গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে বাঁশের বেড়া দিয়ে বাড়ির একমাত্র প্রবেশ পথ বন্ধ করে দেওয়ায় এক পরিবার গত ২০ দিন ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। ফলে বয়োজ্যেষ্ঠ নারীসহ ৯ সদস্যের পরিবারটি চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।
উপজেলার কিশামত হলদিয়া গ্রামে পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধের জেরে এ ঘটনাটি ঘটেছে। অবরুদ্ধ পরিবারের অভিযোগ, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও কোনো সমাধান মিলেনি।
ভুক্তভোগী মো. শফিকুল ইসলাম মন্ডল (৬২) উপজেলার কিশামত হলদিয়া গ্রামের মৃত নোফান উদ্দিন মন্ডলের ছেলে।
অভিযুক্তরা হলেন ভুক্তভোগী শফিকুল ইসলাম মন্ডলের আপন ছোট ভাই শামছুল হক মন্ডল (৫০) ও আব্দুর রহমান মন্ডল (৪৭)।
জানা যায়, গত ১৩ জুন সকালে তারা এবং পরিবারের আরও কয়েকজন সদস্য হঠাৎ এসে বাড়ির সামনের চলাচলের একমাত্র রাস্তায় বাঁশের বেড়া দেন। এতে বাড়ির মধ্যে তার বৃদ্ধ মা রহিমা বেওয়া ও অন্যান্য সদস্যসহ মোট নয়জন আটকা পড়ে যান।
পরিবারের সদস্যরা জানান, প্রবেশপথ বন্ধ থাকায় কেউ বাইরে যেতে পারছেন না, এমনকি নিত্যপ্রয়োজনীয় খাদ্য, ওষুধ কিংবা চিকিৎসাসেবাও গ্রহণ করতে পারছেন না। এ অবস্থায় তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।
স্থানীয়রা জানান, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই এই উত্তেজনার সূত্রপাত। এরই ধারাবাহিকতায় গত ১৭ জুন ওই বাড়ির পাশে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এতে এলাকার পরিবেশও উত্তপ্ত হয়ে ওঠে।
ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান মন্ডল বলেন, ‘ঘটনাটি শুনেছি। বিষয়টি পারিবারিক। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে।’
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস বলেন, ‘চলাচলের রাস্তা কেউ আইনবহির্ভূতভাবে বন্ধ করতে পারে না। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’