Dhaka ০১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপির কর্মসূচিতে ব্যাঘাত ঘটাতে ভয় দেখানো হচ্ছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন , এনসিপির কর্মসূচিকে ব্যাঘাত ঘটাতে ভয় দেখানো হচ্ছে। আমরা যে সারাদেশে পদযাত্রা করছি মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখছি । তাই আমাদের এই কর্মসূচিতে ব্যাঘাত ঘটানোর জন্য  একটি মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে।

বৃহস্পতিবার ( ৩ জুলাই ) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে শহীদ সাজ্জাদ হোসেন এর কবর জিয়ারত শেষে তিনি এমন মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আপনারা জানেন যে গতকাল বুধবার রাতে ঢাকায় আমাদের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এটি প্রথমবার নয় সাম্প্রতিক সময়ে দুই দুইবার এই ঘটনাটি ঘটলো ।

আমরা এর আগের ঘটনাতেও একটি মামলা করেছি, কিন্তু কোন প্রতিকার পাইনি । প্রশাসন নির্বিকার থাকে। একটা গণঅভ্যুত্থানের নেতৃত্ব একটা নতুন রাজনৈতিক দলের যদি এই অবস্থা হয় তাহলে হাজারো শহীদ হাজারো আহত ও তাদের পরিবার এদের নিরাপত্তা এবং দেশের মানুষের নিরাপত্তা এই প্রশাসন কিভাবে নিশ্চিত করবে। কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন এই পরিস্থিতিতে হতে পারে এ প্রশ্ন কিন্তু আমাদের মনে তৈরি হচ্ছে । আমরা মনে করি প্রশাসনের সেই জায়গা থেকে আরো কঠোর হওয়া উচিত ।

নাহিদ ইসলাম জানান, আমরা মনে করি একটি নতুন বাংলাদেশের কারিগর হচ্ছে জুলাই আন্দোলনের শহীদেরা। এই শহীদদের ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে । শহীদ সাজ্জাদ  সৈয়দপুরে বড় হয়েছে । স্কুল , কলেজ শেষে অনেক স্বপ্ন নিয়ে ঢাকার সোনারগাঁ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গিয়েছিল । কিন্তু তার স্বপ্ন পূরণ হয়নি।  সে স্বপ্ন নিয়ে রাজপথে নেমে বুকের ভেতর বুলেট নিয়েছিল । তার সেই স্বপ্ন পূরনে সবাই আমরা অঙ্গীকারবদ্ধ। শহীদের স্বপ্ন ও ত্যাগকে শহীদের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে।

এ সময় তার সাথে ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান, আবু সাঈদ লিওন সহ অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

কে সিসির উদ্যোগে মৃত মুসলিম মানুষের গোসলের জন্য স্থয়ীভাবে আধুনিক স্থান নির্ধারণ

এনসিপির কর্মসূচিতে ব্যাঘাত ঘটাতে ভয় দেখানো হচ্ছে: নাহিদ ইসলাম

Update Time : ০৮:১৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন , এনসিপির কর্মসূচিকে ব্যাঘাত ঘটাতে ভয় দেখানো হচ্ছে। আমরা যে সারাদেশে পদযাত্রা করছি মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখছি । তাই আমাদের এই কর্মসূচিতে ব্যাঘাত ঘটানোর জন্য  একটি মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে।

বৃহস্পতিবার ( ৩ জুলাই ) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে শহীদ সাজ্জাদ হোসেন এর কবর জিয়ারত শেষে তিনি এমন মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আপনারা জানেন যে গতকাল বুধবার রাতে ঢাকায় আমাদের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এটি প্রথমবার নয় সাম্প্রতিক সময়ে দুই দুইবার এই ঘটনাটি ঘটলো ।

আমরা এর আগের ঘটনাতেও একটি মামলা করেছি, কিন্তু কোন প্রতিকার পাইনি । প্রশাসন নির্বিকার থাকে। একটা গণঅভ্যুত্থানের নেতৃত্ব একটা নতুন রাজনৈতিক দলের যদি এই অবস্থা হয় তাহলে হাজারো শহীদ হাজারো আহত ও তাদের পরিবার এদের নিরাপত্তা এবং দেশের মানুষের নিরাপত্তা এই প্রশাসন কিভাবে নিশ্চিত করবে। কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন এই পরিস্থিতিতে হতে পারে এ প্রশ্ন কিন্তু আমাদের মনে তৈরি হচ্ছে । আমরা মনে করি প্রশাসনের সেই জায়গা থেকে আরো কঠোর হওয়া উচিত ।

নাহিদ ইসলাম জানান, আমরা মনে করি একটি নতুন বাংলাদেশের কারিগর হচ্ছে জুলাই আন্দোলনের শহীদেরা। এই শহীদদের ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে । শহীদ সাজ্জাদ  সৈয়দপুরে বড় হয়েছে । স্কুল , কলেজ শেষে অনেক স্বপ্ন নিয়ে ঢাকার সোনারগাঁ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গিয়েছিল । কিন্তু তার স্বপ্ন পূরণ হয়নি।  সে স্বপ্ন নিয়ে রাজপথে নেমে বুকের ভেতর বুলেট নিয়েছিল । তার সেই স্বপ্ন পূরনে সবাই আমরা অঙ্গীকারবদ্ধ। শহীদের স্বপ্ন ও ত্যাগকে শহীদের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে।

এ সময় তার সাথে ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান, আবু সাঈদ লিওন সহ অনেকে।