এসব চরাঞ্চলে হাজার হাজার জনবসতি থাকলেও তাদের শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। ফলশ্রুতিতে ওইসব চরে শিক্ষা ও কর্মসংস্থানের অভাবে বাল্যবিবাহের মতো ঘটনা অহরহ ঘটছে। চরাঞ্চলের জনপদে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা জরুরী।
আমরা ইতিমধ্যে বিভিন্ন চরের কিশোরীদের প্রশিক্ষণের আয়োজন করেছি। নদীপথগুলোকে ড্রেজিং করে চরগুলোর চতুর দিকে বাঁধ নির্মাণ করে রাস্তা তৈরি এবং নদীপথে নৌকার সাহায্যে যাতায়াতের শু-ব্যবস্থা করলে এসব চরও পর্যটনের কেন্দ্র বিন্দুতে পরিণত হতে পারে। চরগুলোতে প্রচুর পরিমাণে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রতিষ্ঠা প্রয়োজন।
সর্বোপরি চরের উন্নয়ন হলে নদীপথে যোগাযোগ সুন্দর হলে চরগুলোতে প্রচুর পরিমাণে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন হলে কুড়িগ্রাম দ্রুত উন্নয়নের দিকে ধাবিত হবে। চরাঞ্চলের তরুণ প্রজন্ম শিক্ষিত হলে ঘটবে না বাল্যবিবাহের মতো জঘন্যতম ঘটনা। জন্মাবে না কুড়িগ্রামে অটিস্টিক শিশু।
কুড়িগ্রাম প্রেসক্লাব এর সভাপতি রাজু মুস্তাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত এন টিভির ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে শুভেচ্ছা বক্তব্য রাখেন, এনটিভির জেলা প্রতিনিধি হাসিবুর রহমান হাসিব, প্রেসক্লাবের সাবেক সভাপতি সফি খান, কুড়িগ্রামের পিপি বজলুর রশিদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক