Dhaka ০২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আত্রাই উপজেলা পরিষদ মাঠে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), default quality

নওগাঁর আত্রাই উপজেলায় পরিষদের খেলার মাঠ টানা দুই মাস ধরে বৃষ্টির পানিতে তলিয়ে আছে। পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় মাঠে জমে থাকা পচা পানিতে দিন দিন বাড়ছে পোকা ও মশার উৎপাত। এতে একদিকে খেলাধুলা বন্ধ হয়ে পড়েছে, অন্যদিকে পরিবেশও হয়েছে মারাত্মকভাবে দুষিত।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন ঘিরে থাকা এ মাঠটিতে জাতীয় কর্মসূচি, আনুষ্ঠানিকতা ও স্থানীয় কিশোর-যুবকদের খেলাধুলার আয়োজন হতো নিয়মিত। কিন্তু মাঠের চারপাশে ভবন নির্মাণ এবং মাঠটির প্রাকৃতিকভাবে নিচু হয়ে যাওয়ার কারণে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা।

স্থানীয়রা জানান, মাঠে একসময় পানি বের হওয়ার পথ থাকলেও তা বন্ধ হয়ে গেছে। ফলে টানা বর্ষণে জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে। যুবক সেলিম হোসেন, চঞ্চল আহম্মেদ ও গোলাম রাব্বী বলেন, “এই মাঠেই প্রতিদিন খেলাধুলা করতাম, কিন্তু এখন কেবল পচা পানি আর মশার উপদ্রব। উপজেলায় এর বিকল্প কোনো মাঠ নেই।”

আত্রাই যুব উন্নয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সোহাগ জানান, “মাঠে পানি জমে থাকায় আমাদের ক্লাবসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এভাবে চললে পুরো ক্রীড়াচর্চা স্থবির হয়ে পড়বে।”

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাকিবুল হাসান বলেন, “মাঠটি নিচু হওয়ায় ও চারপাশে ভবন থাকায় পানি আটকে যাচ্ছে। আমরা মাঠটি মাটি ভরাট করে উঁচু করা এবং ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে উপজেলা প্রকৌশলীর নেতৃত্বে একটি কমিটি গঠন করছি। দ্রুতই স্থায়ী সমাধান হবে বলে আশা করছি।”

এখন স্থানীয়দের একমাত্র দাবি—দ্রুত মাঠের জলাবদ্ধতা নিরসন করে সেটিকে আবারো খেলাধুলা ও সরকারি অনুষ্ঠানের উপযোগী করে তোলা হোক। তা না হলে মশাবাহিত রোগসহ নানা স্বাস্থ্যঝুঁকি ও সামাজিক ক্ষতি বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

কে সিসির উদ্যোগে মৃত মুসলিম মানুষের গোসলের জন্য স্থয়ীভাবে আধুনিক স্থান নির্ধারণ

আত্রাই উপজেলা পরিষদ মাঠে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

Update Time : ০৪:৪৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

নওগাঁর আত্রাই উপজেলায় পরিষদের খেলার মাঠ টানা দুই মাস ধরে বৃষ্টির পানিতে তলিয়ে আছে। পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় মাঠে জমে থাকা পচা পানিতে দিন দিন বাড়ছে পোকা ও মশার উৎপাত। এতে একদিকে খেলাধুলা বন্ধ হয়ে পড়েছে, অন্যদিকে পরিবেশও হয়েছে মারাত্মকভাবে দুষিত।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন ঘিরে থাকা এ মাঠটিতে জাতীয় কর্মসূচি, আনুষ্ঠানিকতা ও স্থানীয় কিশোর-যুবকদের খেলাধুলার আয়োজন হতো নিয়মিত। কিন্তু মাঠের চারপাশে ভবন নির্মাণ এবং মাঠটির প্রাকৃতিকভাবে নিচু হয়ে যাওয়ার কারণে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা।

স্থানীয়রা জানান, মাঠে একসময় পানি বের হওয়ার পথ থাকলেও তা বন্ধ হয়ে গেছে। ফলে টানা বর্ষণে জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে। যুবক সেলিম হোসেন, চঞ্চল আহম্মেদ ও গোলাম রাব্বী বলেন, “এই মাঠেই প্রতিদিন খেলাধুলা করতাম, কিন্তু এখন কেবল পচা পানি আর মশার উপদ্রব। উপজেলায় এর বিকল্প কোনো মাঠ নেই।”

আত্রাই যুব উন্নয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সোহাগ জানান, “মাঠে পানি জমে থাকায় আমাদের ক্লাবসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এভাবে চললে পুরো ক্রীড়াচর্চা স্থবির হয়ে পড়বে।”

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাকিবুল হাসান বলেন, “মাঠটি নিচু হওয়ায় ও চারপাশে ভবন থাকায় পানি আটকে যাচ্ছে। আমরা মাঠটি মাটি ভরাট করে উঁচু করা এবং ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে উপজেলা প্রকৌশলীর নেতৃত্বে একটি কমিটি গঠন করছি। দ্রুতই স্থায়ী সমাধান হবে বলে আশা করছি।”

এখন স্থানীয়দের একমাত্র দাবি—দ্রুত মাঠের জলাবদ্ধতা নিরসন করে সেটিকে আবারো খেলাধুলা ও সরকারি অনুষ্ঠানের উপযোগী করে তোলা হোক। তা না হলে মশাবাহিত রোগসহ নানা স্বাস্থ্যঝুঁকি ও সামাজিক ক্ষতি বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।