Dhaka ০২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

খুলনার ইসলামপুরে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ১১ জন জুয়াড়ি কে আটক করেছে পুলিশ

খুলনায় পুলিশের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর রোডস্থ বিলাসী গলি জনৈক মোস্তফা কামাল চৌধুরীর বাড়ীর বিলাসী ব্যাচেলার হাউজের নিচতলায় অভিযান চালায়।
অভিযানে জুয়াড়ি ১) আব্দুর রহিম (৫২), পিতা-মৃত: মোহাম্মদ আলী, সাং-হাজী ইসমাইল রোড, শেখপাড়া, থানা-সোনাডাঙ্গা মডেল, ২) হুমায়ন কবির খোকন (৫৮), পিতা-মৃত: আদম আলী খান, সাং-পশ্চিম টুটপাড়া, থানা-খুলনা সদর, ৩) নিলু হাসান (৪৭), পিতা-মৃত: ফজলুল করিম হাওলাদার, সাং-পশ্চিম টুটপাড়া মওলা বাড়ীর মোড়, থানা-খুলনা সদর, ৪) ইকবাল হোসেন (৪২), পিতা-মৃত: শাহনাজ মোল্লা, সাং-৫নং মাছঘাট, থানা-খুলনা সদর,৫) মাসুদ হোসেন রানা (৫০), পিতা-মৃত: আকবর হোসেন, সাং-নবপল্লী, থানা-সোনাডাঙ্গা মডেল, ৬) বসির তালুকদার (৩৮), পিতা-মোয়াজ্জেম তালুকদার, সাং-হোগলাডাঙ্গা বাঁশবাড়ী, থানা-লবণচরা, ৭) জাকির হোসেন (৪৭), পিতা-মৃত: হাশেম শিকদার, সাং-ডালমিল, থানা-সোনাডাঙ্গা মডেল, ৮) জাহাঙ্গীর হোসেন(৬০), পিতা-মৃত: আব্দুল গনি মোল্লা, সাং-বানরগাতি, থানা-সোনাডাঙ্গা মডেল,
৯) ফরিদ খন্দকার (৫০), পিতা-ইরাক আলী খন্দকার, সাং-দুর্জনী মহল, থানা-রূপসা, জেলা-খুলনা, ১০) ইসহাক হাওলাদার (৫৪), পিতা-মৃত: সুলেমান হাওলাদার, সাং-নতুন বাজার এ্যাপ্রোচ রোড, থানা-খুলনা সদর এবং ১১) কালু (৬৫), পিতা-মৃত: হান্নান মোদি, সাং-আমতলা হাজীবাড়ী, খুলনাদেরকে জুয়া খেলার সরঞ্জাম ১০ সেট তাস এবং নগদ ৩,৩৭৫ টাকাসহ জুয়ার আসর হতে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

কে সিসির উদ্যোগে মৃত মুসলিম মানুষের গোসলের জন্য স্থয়ীভাবে আধুনিক স্থান নির্ধারণ

খুলনার ইসলামপুরে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ১১ জন জুয়াড়ি কে আটক করেছে পুলিশ

Update Time : ০২:৩৯:১২ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
খুলনায় পুলিশের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর রোডস্থ বিলাসী গলি জনৈক মোস্তফা কামাল চৌধুরীর বাড়ীর বিলাসী ব্যাচেলার হাউজের নিচতলায় অভিযান চালায়।
অভিযানে জুয়াড়ি ১) আব্দুর রহিম (৫২), পিতা-মৃত: মোহাম্মদ আলী, সাং-হাজী ইসমাইল রোড, শেখপাড়া, থানা-সোনাডাঙ্গা মডেল, ২) হুমায়ন কবির খোকন (৫৮), পিতা-মৃত: আদম আলী খান, সাং-পশ্চিম টুটপাড়া, থানা-খুলনা সদর, ৩) নিলু হাসান (৪৭), পিতা-মৃত: ফজলুল করিম হাওলাদার, সাং-পশ্চিম টুটপাড়া মওলা বাড়ীর মোড়, থানা-খুলনা সদর, ৪) ইকবাল হোসেন (৪২), পিতা-মৃত: শাহনাজ মোল্লা, সাং-৫নং মাছঘাট, থানা-খুলনা সদর,৫) মাসুদ হোসেন রানা (৫০), পিতা-মৃত: আকবর হোসেন, সাং-নবপল্লী, থানা-সোনাডাঙ্গা মডেল, ৬) বসির তালুকদার (৩৮), পিতা-মোয়াজ্জেম তালুকদার, সাং-হোগলাডাঙ্গা বাঁশবাড়ী, থানা-লবণচরা, ৭) জাকির হোসেন (৪৭), পিতা-মৃত: হাশেম শিকদার, সাং-ডালমিল, থানা-সোনাডাঙ্গা মডেল, ৮) জাহাঙ্গীর হোসেন(৬০), পিতা-মৃত: আব্দুল গনি মোল্লা, সাং-বানরগাতি, থানা-সোনাডাঙ্গা মডেল,
৯) ফরিদ খন্দকার (৫০), পিতা-ইরাক আলী খন্দকার, সাং-দুর্জনী মহল, থানা-রূপসা, জেলা-খুলনা, ১০) ইসহাক হাওলাদার (৫৪), পিতা-মৃত: সুলেমান হাওলাদার, সাং-নতুন বাজার এ্যাপ্রোচ রোড, থানা-খুলনা সদর এবং ১১) কালু (৬৫), পিতা-মৃত: হান্নান মোদি, সাং-আমতলা হাজীবাড়ী, খুলনাদেরকে জুয়া খেলার সরঞ্জাম ১০ সেট তাস এবং নগদ ৩,৩৭৫ টাকাসহ জুয়ার আসর হতে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে।