খুলনা নগরীর মুজাহিদ পাড়ার গুলি করে হত্যা চেষ্টা। গতকাল শুক্রবার ০৪ জুলাই রাত আনুমানিক ০১ টার দিকে রোহান নামের এক যুবককে তার নিজ বাসা থেকে ডেকে নিয়ে তার পায়ে গুলি করে দুর্বৃত্তরা।
খুলনার মুজাহিদ পাড়া ০৫ নং গলিতে দুর্বৃত্তদের গুলির ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ যুবকের নাম মেহেদী হাসান রোহান (২৩) তার বাবার নাম বাবুল শেখ। রোহানের ভাষ্যমতে তিনজন ব্যক্তি যাদের দুজনের মুখে মাস্ক ও একজন হেলমেট পরিহিত অবস্থায় তার বাসার সামনে থেকে তাকে ডেকে নিয়ে কোন কথা না বলে তার পায়ে গুলি করে।
দুর্বৃত্তদের ছোড়া গুলিটি তার এক পা ভেদ করে অপর পায়ে গিয়ে লাগে। গুলির আওয়াজে এলাকাবাসীরা জড়ো হলে দুর্বৃত্তরা মোটরবাইকে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং উপস্থিত এলাকাবাসী তার চিকিৎসার জন্য তৎক্ষণাৎ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।