Dhaka ০১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ফকিরহাটে হ্যামকো কোম্পানিতে ডাকাতের হানা, কোটি টাকার মালামাল লুট

বাগেরহাটের ফকিরহাটে খুলনা-বাগেরহাট মহাসড়কের টাউন নওয়াপাড়ায় এলাকায় হ্যামকো গ্রুপের হিল শাখার ‘এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজে দুর্ধষ্য ডাকাতির ঘটনা ঘটেছে। নিরাপত্তা প্রহরী ও শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা প্রায় এক কোটি টাকার অধিক মালামাল ও জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে মুখোশ পরিহিত ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল নিরাপত্তা প্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে কারখানায় প্রবেশ করে। এ সময় তারা সাতজন নিরাপত্তা কর্মী ও চারজন শ্রমিককে বেঁধে ফেলে। পরে ডাকাতরা কোম্পানির গুদামে ঢুকে ১৫ টন অ্যালুমিনিয়াম বার, ২.৫ টন তামার তার এবং ১ টন বৈদ্যুতিক তামার তার দুটি ট্রাকে করে নিয়ে যায়। রাত আনুমানিক ৪টার দিকে ডাকাতরা পালিয়ে যায়। পরে নিরাপত্তাকর্মীরা নিজেদের বাঁধন খুলে কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। এসব মালামাল প্রতিষ্ঠানের কাঁচামাল হিসেবে গুদামে সংরক্ষিত ছিল। শ্রমিকরা জানান, ডাকাতদের সঙ্গে দেশীয় অস্ত্র ছিল।

হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. সিদ্দিকুর রহমান জানান, দুই দিন ছুটি থাকায় শ্রমিকরা সন্ধ্যায় কারখানা ত্যাগ করেছিল। ডাকাত দল রাত ৮টার দিকে নিরাপত্তাকর্মীদের ভয় দেখিয়ে কারখানায় ঢোকে। তারা ৮ ঘণ্টা অবস্থান করে। পরে ভোর ৪টার দিকে ট্রাকে করে মালামাল নিয়ে চলে যায়।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, “শনিবার ভোর ৫টার দিকে খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ রবিউল ইসলাম শামীমসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্তে জানা যায়, একদল ডাকাত নিরাপত্তা প্রহরি ও শ্রমিকদের অস্ত্রের ভয় দেখিয়ে কোম্পানি থেকে মালামাল ও সরঞ্জাম লুট করেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। কর্তৃপক্ষ মামলা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

কে সিসির উদ্যোগে মৃত মুসলিম মানুষের গোসলের জন্য স্থয়ীভাবে আধুনিক স্থান নির্ধারণ

ফকিরহাটে হ্যামকো কোম্পানিতে ডাকাতের হানা, কোটি টাকার মালামাল লুট

Update Time : ০৬:৩৩:৪০ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

বাগেরহাটের ফকিরহাটে খুলনা-বাগেরহাট মহাসড়কের টাউন নওয়াপাড়ায় এলাকায় হ্যামকো গ্রুপের হিল শাখার ‘এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজে দুর্ধষ্য ডাকাতির ঘটনা ঘটেছে। নিরাপত্তা প্রহরী ও শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা প্রায় এক কোটি টাকার অধিক মালামাল ও জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে মুখোশ পরিহিত ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল নিরাপত্তা প্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে কারখানায় প্রবেশ করে। এ সময় তারা সাতজন নিরাপত্তা কর্মী ও চারজন শ্রমিককে বেঁধে ফেলে। পরে ডাকাতরা কোম্পানির গুদামে ঢুকে ১৫ টন অ্যালুমিনিয়াম বার, ২.৫ টন তামার তার এবং ১ টন বৈদ্যুতিক তামার তার দুটি ট্রাকে করে নিয়ে যায়। রাত আনুমানিক ৪টার দিকে ডাকাতরা পালিয়ে যায়। পরে নিরাপত্তাকর্মীরা নিজেদের বাঁধন খুলে কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। এসব মালামাল প্রতিষ্ঠানের কাঁচামাল হিসেবে গুদামে সংরক্ষিত ছিল। শ্রমিকরা জানান, ডাকাতদের সঙ্গে দেশীয় অস্ত্র ছিল।

হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. সিদ্দিকুর রহমান জানান, দুই দিন ছুটি থাকায় শ্রমিকরা সন্ধ্যায় কারখানা ত্যাগ করেছিল। ডাকাত দল রাত ৮টার দিকে নিরাপত্তাকর্মীদের ভয় দেখিয়ে কারখানায় ঢোকে। তারা ৮ ঘণ্টা অবস্থান করে। পরে ভোর ৪টার দিকে ট্রাকে করে মালামাল নিয়ে চলে যায়।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, “শনিবার ভোর ৫টার দিকে খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ রবিউল ইসলাম শামীমসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্তে জানা যায়, একদল ডাকাত নিরাপত্তা প্রহরি ও শ্রমিকদের অস্ত্রের ভয় দেখিয়ে কোম্পানি থেকে মালামাল ও সরঞ্জাম লুট করেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। কর্তৃপক্ষ মামলা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”