শনিবার ৫ জুলাই সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গার ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা ভরকূল কুঠি জামে মসজিদের ৩য়তলা ফাউণ্ডেশনে ১ম তলার ছাঁদ ঢালাইয়ের কাজের শুভ উদ্ভোধন করা হয়।
এ উপলক্ষে ছাঁদ ঢালাই পূর্বে এক আলোচনা সভা ভররকুলকুঠি জামে মসজিদের সভাপতি ও কৃর্ষি সম্প্রসারন অধিদপ্তরের
(অবঃ)উপ-পরিচালক মোঃশাফায়েত হোসেন সুজার সভাপতিত্বে – বক্তব্য রাখেন ধোপাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোকলেছুর রহমান মণ্ডল,মাওঃআমিনুল ইসলাম সাজু,ম্যারেজ রেজিষ্ট্রার কাজী মাওঃআমজাদ হোসেন, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আঃজলিল মিঞা,তরুণ সমাজ সেবক,চৌধুরি শাফিউল বারী লিয়াকত প্রমূখ।