একটি মর্মান্তিক দুর্ঘটনায় স্ত্রীর সামনে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধ। আজ শনিবার ০৫ জুলাই সকাল সাড়ে নয়টার দিকে বালিয়াচরা খাল সংলগ্ন রেললাইনে এই ঘটনা ঘটে। নিহতের নাম সোলেমান কাজী, যিনি আলগী ইউনিয়নের বালিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোলেমান কাজী এবং তার স্ত্রী মেয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। দুর্ঘটনার সময় সোলেমান কাজী শ্রবণ প্রতিবন্ধী ছিলেন। তারা যখন রেললাইন দিয়ে বালিয়াচড়া মাদরাসা মাঠের দিকে যাচ্ছিলেন, তখন যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি রাস্তার পাশে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন গণমাধ্যমকে জানান, “স্বামী-স্ত্রী মিলে মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রেনে কাটা পড়ে স্ত্রীর সামনে স্বামীর মৃত্যু হয়েছে। এটি রেল পুলিশের বিষয়, তাদের খবর দেওয়া হয়েছে। রেল পুলিশের কর্মকর্তারা এসে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।”