জন দেখেছেন :
০৬:৪৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
৫৫৬৭
Time View
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে বাস-অটোভ্যান সংঘর্ষে নিহত-১
ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানা এলাকায় পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কে বাস ও অটোভ্যানের সংঘর্ষে সাজ্জাদ হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন। শনিবার (২৬ জুলাই) সকালে ভূল্লীর মুন্সিরহাট বাজারে এ সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের এক যাত্রী নিহত হন। নিহতের সাজ্জাদ হোসেন পঞ্চগড় জেলার বোদা থানাপাড়া গ্রামের মো. আব্দুল গফুরের ছেলে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অটোভ্যানের চালক মো. আবু সাঈদ (২৮) এক এক যাত্রী। স্থানীয়রা আহত অটো চালককে উদ্ধার করে বোদা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সরকার ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। বোদা হাইওয়ে পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
4
ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানা এলাকায় পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কে বাস ও অটোভ্যানের সংঘর্ষে সাজ্জাদ হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন।
শনিবার (২৬ জুলাই) সকালে ভূল্লীর মুন্সিরহাট বাজারে এ সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের এক যাত্রী নিহত হন।