স্টাফ রিপোর্টার মাগুরা
মাগুরা পৌর জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক মিজানুর রহমান জামিনে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন। সোমবার ৯ জানুয়ারী আদালতে জামিনের প্রার্থনা করলে আদালত তার জামিন মঞ্জুর করেন। রবিবার রাতে তার মাতা তার নিজ বাড়ি পারনান্দুয়ালীতে ইন্তকাল করেন। জাতীয়তাবাদী যুবদলের নেতা মিজানুর রহমানকে পুলিশ গত ২৩ ডিসেম্বর দুপুরে তার বাড়ি থেকে গ্রেফতার করে। এর পর থেকে তিনি মাগুরা জেলখানায় কারারুদ্ধ ছিলেন। জেলা যুবদলের পক্ষ থেকে জানানো হয় গায়েবী মামলায় গ্রেফতার করে পুলিশ বিভিন্ন পেন্ডিং মামলায় মিজানুর রহমান সহ জেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতা কর্মীদের জেল জিলুমসহ নানান ভাবে হয়রানী অব্যাহত রেখেছে। তারা অবিলম্বে নেতা কর্মীদের মুক্তি দাবি করেন। সোমবার বাদ জোহর পারনান্দুয়ালী ব্যাপারীপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত জানাজায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আহসান হাবীব কিশোর, যুগ্ম আহবায়ক খান হাসান ইমাম সুজা, ফারুকুজ্জামান ফারুক, আলমগীর হোসেনসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মীরা অংশ গ্রহন করেন। পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।