গাজীপুরের কালিয়াকৈরে পণ্যের মুল্য তালিকা ও ক্রয় বিক্রয়ের ভাউচার না থাকা এবং অসুস্থ পশুর মাংস বিক্রি অপরাধে তিন দোকানে ৩৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে উপজেলার সফিপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে উপজেলা প্রশাসন বাজার নিয়ন্ত্রণে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় শনিবার দুপুরে উপজেলার সফিপুর বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। ওই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) দিল আফরোজ। এসময় উপস্থিত ছিলেন ভূমি অফিসের নাজির আতিকুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা। অভিযান চালিয়ে মুরগীর দোকানদার শাকিল হোসেনকে ৫ হাজার টাকা, মাংসের দোকানদার ফরিদুল ইসলামকে ৮ হাজার টাকা ও ডিমের দোকানদার মামুন রেজাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই তিন দোকানে পণ্যের মুল্য তালিকা ও ক্রয় বিক্রয়ের ভাউসার না থাকা এবং অসুস্থ পশুর মাংস বিক্রি অপরাধে তাদেরকে জরিমানা করা হয়েছে।
ওই ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ জানান, পণ্যের মুল্য তালিকা ও ক্রয় বিক্রয়ের ভাউসার না থাকায় এবং অসুস্থ পশুর মাংস বিক্রি অপরাধে ওই তিন দোকানে মোট ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তবে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।