নওগাঁর আত্রাইয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. কামাল হোসেন।বৃহস্পতিবার বিকেলে আত্রাই ইউএনও কার্যালয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ফকিরহাট উপজেলায় কর্মরত ছিলেন।
নবাগত ইউএনও মো. কামাল হোসেনকে ফুল দিয়ে স্বাগত জানান এসি ল্যান্ড সিনথিয়া হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারি বৃন্দ।
সাক্ষাৎকারে তিনি উপজেলাবাসীর উদ্দেশ্য করে বলেন, ‘আমি সবার সহযোগিতা নিয়েই কাজ করতে চাই। আত্রাইয়ের মানুষকে নিয়ে উপজেলাকে মডেল উপজেলা গড়ার জন্য কাজ করব।’
তিনি আরও বলেন, ‘আমি যেহেতু এ উপজেলায় নতুন, তাই সব বিষয় জানতে ও বুঝতে আমার একটু সময় লাগবে। সাংবাদিকসহ সবার পরামর্শ ও মতামত নিয়ে কাজ করলে কোনো প্রশ্ন উঠবে না।