Dhaka ০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কালিয়াকৈরে ভূট্টার আড়ালে ফেন্সিডিল ব্যবসা, গ্রেপ্তার-২

গাজীপুরের কালিয়াকৈরে অভিনব কায়দায় ভূট্টার আড়ালে ফেন্সিডিল ব্যবসা চালাচ্ছিলেন মাদক ব্যবসায়ীরা। শুক্রবার ভোরে ফেন্সিডিল পাচারকালে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। এসময় ভূট্টা ভর্তি ট্রাকের ভেতর থেকে তাদের বহন করা প্রায় তিনশ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- লালমনিরহাটের কালীগঞ্জ থানা এলাকার জাহেদ আলীর ছেলে মুন্না হাসান (২৮) ও একই থানা এলাকার আব্দুল আজিজের ছেলে শরিফুল ইলসাম (৩৮)।

র‌্যাব-১ সূত্রে জানা গেছে, মুন্না ও শরিফুলসহ কয়েকজন মাদক ব্যবসায়ী যোগসাজশ করে ভূট্টার আড়ালে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা থেকে চোরাই পথে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে। পরে ওই মাদক ব্যবসায়ীরা ঢাকা ও গাজীপুরসহ আশে-পাশের বিভিন্ন জেলায় পাইকারী মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছিলেন। এর ধারাবাহিকতায় শুক্রবার ভোরেও বিপুল পরিমাণ ফেন্সিডিলের একটি বড় চালান নিয়ে তারা গাজীপুরের দিকে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর ক্যাম্প র‌্যাব-১ এর একটি আভিযানিক দল তাৎক্ষণিক অভিযান চালায়। এসময় কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর চেকপোস্ট পরিচালনা পরিচালনা করে র‌্যাব-১। সেখানে চেকপোস্ট বসিয়ে ভোর ৫টার দিকে ভূট্রা ভর্তি একটি ট্রাক থামিয়ে মুন্না ও শরিফুলকে গ্রেপ্তার করা হয়। এসময় ভূট্রা ভর্তি ট্রাক তল্লাসি চালিয়ে তাদের দখলে থাকা ২৯৯ বোতল ফেন্সিডিল, ১টি ট্রাক, ২টি মোবাইল ফোন এবং নগদ ৬৫০ টাকা উদ্ধার করে র‌্যাব-১। পরে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়াকৈর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

গাজীপুর ক্যাম্প র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার)  মোঃ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

কালিয়াকৈরে ভূট্টার আড়ালে ফেন্সিডিল ব্যবসা, গ্রেপ্তার-২

Update Time : ০৭:১৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪

গাজীপুরের কালিয়াকৈরে অভিনব কায়দায় ভূট্টার আড়ালে ফেন্সিডিল ব্যবসা চালাচ্ছিলেন মাদক ব্যবসায়ীরা। শুক্রবার ভোরে ফেন্সিডিল পাচারকালে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। এসময় ভূট্টা ভর্তি ট্রাকের ভেতর থেকে তাদের বহন করা প্রায় তিনশ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- লালমনিরহাটের কালীগঞ্জ থানা এলাকার জাহেদ আলীর ছেলে মুন্না হাসান (২৮) ও একই থানা এলাকার আব্দুল আজিজের ছেলে শরিফুল ইলসাম (৩৮)।

র‌্যাব-১ সূত্রে জানা গেছে, মুন্না ও শরিফুলসহ কয়েকজন মাদক ব্যবসায়ী যোগসাজশ করে ভূট্টার আড়ালে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা থেকে চোরাই পথে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে। পরে ওই মাদক ব্যবসায়ীরা ঢাকা ও গাজীপুরসহ আশে-পাশের বিভিন্ন জেলায় পাইকারী মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছিলেন। এর ধারাবাহিকতায় শুক্রবার ভোরেও বিপুল পরিমাণ ফেন্সিডিলের একটি বড় চালান নিয়ে তারা গাজীপুরের দিকে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর ক্যাম্প র‌্যাব-১ এর একটি আভিযানিক দল তাৎক্ষণিক অভিযান চালায়। এসময় কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর চেকপোস্ট পরিচালনা পরিচালনা করে র‌্যাব-১। সেখানে চেকপোস্ট বসিয়ে ভোর ৫টার দিকে ভূট্রা ভর্তি একটি ট্রাক থামিয়ে মুন্না ও শরিফুলকে গ্রেপ্তার করা হয়। এসময় ভূট্রা ভর্তি ট্রাক তল্লাসি চালিয়ে তাদের দখলে থাকা ২৯৯ বোতল ফেন্সিডিল, ১টি ট্রাক, ২টি মোবাইল ফোন এবং নগদ ৬৫০ টাকা উদ্ধার করে র‌্যাব-১। পরে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়াকৈর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

গাজীপুর ক্যাম্প র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার)  মোঃ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।