Dhaka ০৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সার্বিয়ায় রেলস্টেশনের ছাউনি ধসে ১৪ জনের মৃত্যু

১৪ জনের মৃত্যু হয়েছে সার্বিয়ায় রেলস্টেশনের ছাউনি ধসে।গতকাল শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় শহর নোভি সাদে এই দুর্ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

সার্বিয়ায়র স্থানীয় সংবাদমাধ্যম গুলো জানায়, তিন বছর ধরে মেরামতের পর চলতি বছরের জুলাইতে স্টেশনটি আবার চালু হয়। ছাউনির নিচে ট্রেনের অপেক্ষায় অনেক লোক অবস্থান করছিলেন।

ঘটনার কয়েক ঘণ্টা পর সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিক বলেছেন আমরা আশা করি, এটিই চূড়ান্ত সংখ্যা হবে – ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আমরা পাঁচজনকে শনাক্ত করতে পারিনি।

সার্বিয়ার প্রেসিডেন্ট বলেন,যারা প্রাণ হারিয়েছে তাদের পরিবারকে সহায়তা করার জন্য আমাদের সকলকে অবশ্যই একত্রিত হতে হবে এবং ক্ষতি কমাতে এবং যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের যতটা সম্ভব সাহায্য করার জন্য আমাদের সাধ্যমত সবকিছু করতে হবে।

নিহতদের মধ্যে ছয় থেকে সাত বছর বয়সী একটি শিশুও রয়েছে। এর আগে সার্বিয়ার সংবাদমাধ্যম ‘আরটিএস’ এর খবরে বলা হয় দেশটি স্বরাষ্টমন্ত্রী আইভিকা ডেসিক জানিয়েছেন, গতকাল শুক্রবার স্থানীয় সময় দুপুরে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর নভি সাদ-এর একটি রেলস্টেশনের ছাউনি আকস্মিকভাবে ধসে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, ধংসস্তুপের নিচে চাপা পড়েছে আরো ২ জন। তাদের উদ্ধারে ৮০ জনেরও বেশি দমকল কর্মী এবং উদ্ধারকারি দল অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বেশ কয়েকটি বুলডোজার ধংসাবশেষ অপসারণ করে জীবিতদের উদ্ধারের চেষ্টা করছেন। নভিসাদের ব্লাড ট্রান্সফিউশন ইনস্টিটিউট স্থানীয় বাসিন্দাদের জরুরি ভিত্তিতে রক্তদানের আহ্বান জানিয়েছে।

সার্বিয়ার রেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, স্টেশনের কিছু অংশের নির্মাণ কাজ এখনো চলছে।তবে ধসে পড়া যাত্রী ছাউনিটি মেরামতের অংশ ছিল না। তবে কি কারণে ছাউনি ধসে পড়েছে তা এখনো জানা যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

মেহেরপুরে ছাত্রলীগ নেতা থেকে সার ডিলারের সভাপতি

সার্বিয়ায় রেলস্টেশনের ছাউনি ধসে ১৪ জনের মৃত্যু

Update Time : ০১:০২:২৭ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

১৪ জনের মৃত্যু হয়েছে সার্বিয়ায় রেলস্টেশনের ছাউনি ধসে।গতকাল শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় শহর নোভি সাদে এই দুর্ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

সার্বিয়ায়র স্থানীয় সংবাদমাধ্যম গুলো জানায়, তিন বছর ধরে মেরামতের পর চলতি বছরের জুলাইতে স্টেশনটি আবার চালু হয়। ছাউনির নিচে ট্রেনের অপেক্ষায় অনেক লোক অবস্থান করছিলেন।

ঘটনার কয়েক ঘণ্টা পর সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিক বলেছেন আমরা আশা করি, এটিই চূড়ান্ত সংখ্যা হবে – ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আমরা পাঁচজনকে শনাক্ত করতে পারিনি।

সার্বিয়ার প্রেসিডেন্ট বলেন,যারা প্রাণ হারিয়েছে তাদের পরিবারকে সহায়তা করার জন্য আমাদের সকলকে অবশ্যই একত্রিত হতে হবে এবং ক্ষতি কমাতে এবং যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের যতটা সম্ভব সাহায্য করার জন্য আমাদের সাধ্যমত সবকিছু করতে হবে।

নিহতদের মধ্যে ছয় থেকে সাত বছর বয়সী একটি শিশুও রয়েছে। এর আগে সার্বিয়ার সংবাদমাধ্যম ‘আরটিএস’ এর খবরে বলা হয় দেশটি স্বরাষ্টমন্ত্রী আইভিকা ডেসিক জানিয়েছেন, গতকাল শুক্রবার স্থানীয় সময় দুপুরে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর নভি সাদ-এর একটি রেলস্টেশনের ছাউনি আকস্মিকভাবে ধসে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, ধংসস্তুপের নিচে চাপা পড়েছে আরো ২ জন। তাদের উদ্ধারে ৮০ জনেরও বেশি দমকল কর্মী এবং উদ্ধারকারি দল অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বেশ কয়েকটি বুলডোজার ধংসাবশেষ অপসারণ করে জীবিতদের উদ্ধারের চেষ্টা করছেন। নভিসাদের ব্লাড ট্রান্সফিউশন ইনস্টিটিউট স্থানীয় বাসিন্দাদের জরুরি ভিত্তিতে রক্তদানের আহ্বান জানিয়েছে।

সার্বিয়ার রেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, স্টেশনের কিছু অংশের নির্মাণ কাজ এখনো চলছে।তবে ধসে পড়া যাত্রী ছাউনিটি মেরামতের অংশ ছিল না। তবে কি কারণে ছাউনি ধসে পড়েছে তা এখনো জানা যায়নি।