মাগুরা জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ কায়জার মোল্লাকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সিদ্দিকুর রহমান কতৃক দায়ের করা শালিখা থানার মামলা নং ০৫ তাং ০৯/১১/২০২৪ আসামী হিসেবে গ্ররফতার করে যৌথবাহিনী। মামলার ধারা রয়েছে ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩০৭, ৩৮০, ৩৮৫, ৫০৬(২) ও ৩৪ দঃ বিঃ আইন।
কায়জার বিশ্বাসকে শনিবার ৯ নভেম্বর রাত ১.৩০ টার সময় গ্রেফতার করা হয়। এই মামলায় আসামির সংখ্যা ৭ জন। শনিবার দুপুর ৩ টার সময় শালিখা থানা থেকে নিয়ে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ কায়জার বিশ্বাসের গ্রামের বাড়ি শালিখা উপজেলার বুনাগাতি ইউনিয়নের বুনাগাতি গ্রামের হাটবাড়িয়া এলাকায়।
সে সাবেক শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু বিশ্বাসের পুত্র।কায়জার বিশ্বাস বিএনপি নেতা কাজী কামাল গ্রুপের নেতা।
বিএনপি নেতা নিতাই রায় চৌধুরী গ্রুপের বুনাগাতি ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি মোঃ সিদ্দিক মোল্লা বাংলাদেশ সেনাবাহিনীর অভিযোগ বক্সে কায়জার বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বুনাগাতি ইউনিয়নের রামপুর গ্রামের বদর মোল্লার পুত্র সিদ্দিক মোল্লা ।শালিখা থানার মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর মোঃ মারুফ হোসেন।
শালিখা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ওলি মিয়া জানান, বাংলাদেশ সেনাবাহিনী ও যৌথবাহিনীর সহায়তায় কায়জার বিশ্বাসকে বাড়ি থেকে রাতে গ্রেফতার করে মাগুরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাগুরা জেলা যুবদলের সহ-সভাপতি কায়জার বিশ্বাসকে ঘরের মধ্যে অনধিকার প্রবেশ করে বাক্স থেকে টাকা ও মালামাল চুরি, অপরাধ মূলক ভীতি প্রদর্শন, খুনের উদ্যোগ, চাঁদাদাবী, আঘাত সহ বিভিন্ন ধারায় অপরাধী করে মামলা দিয়েছেন সাবেক বুনাগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সিদ্দিক মোল্লা।