সৈয়দপুরের গোলাহাট এলাকা থেকে মাদক ব্যবসায়ী ও সুদখোরদের উচ্ছেদের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (৯ নভেম্বর) রাতে শহরের গোলাহাট কবরস্থান গেটের সামনে দুই ঘন্টাব্যাপী মানববন্ধন ও রাস্তা অবরোধ কর্মসূচী পালিত হয়। এতে উভয় সাইডে শত শত যানবাহন আটকা পড়ে।
অবরোধকারিরা জানান, এলাকার চিহ্নিত সুদখোর ও মাদক কারবারী জীবন, সাগরসহ তার সাঙ্গপাঙ্গরা এলাকার এক নিরীহ ছেলে মিঠুন (২৫) কে দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে। এতে তাঁর শরীরের বিভিন্ন যায়গায় ৩৫টি সেলাই পড়ে। এর আগেও সুদের জন্য ও মাদকের প্রতিবাদ করায় বিভিন্নজনের উপর হামলা, মামলা করেছে তারা। তাই বাধ্য হয়ে এলাকাবাসী এক হয়ে অন্যায়ের প্রতিবাদে রাস্তায় নেমেছে। সুদখোর ও মাদক কারবারীদের উচ্ছেদ করা না হলে তারা বাড়ি ফিরবে না বলে জানায়। প্রশাসন তাদের উচ্ছেদের কার্যকর ব্যবস্থা না নিলে এলাকাবাসী মাদক বিক্রেতা ও সুদ ব্যবসায়িদের এলাকাছাড়া করবে বলে জানান আন্দোলনকারিরা।
দা কোপে আহত মিঠুন এর বোন সুমি জানান, আমরা খুব গরীব। আমার ভাই ওদের মাদকব্যবসার বিরুদ্ধে স্বাক্ষী ছিল। এবং তাঁদের বিরুদ্ধে এর আগেও ৩/৪টি মামলা রয়েছে। ওইসব মামলায় জামিন নিয়ে এসেই তাঁরা আমার ভাইকে দা দিয়ে কোপ মেড়ে গুরুতর জখম করেছে। ৩৫টি সেলাই পড়েছে আমার ভাইয়ের শরীরে। ভাইটির জীবন এখন আশংকাজনক । ন্যায্য বিচারের জন্য ওই মাদক ও সুদ ব্যবসায়ী মুরশিদ, সাগর, জীবন, সোহাগ, বাল্লি, ফকরু, অশোক, জোসনা, আনজুয়ারার বিরুদ্ধে এজাহার করেছি। আশা করছি ন্যায় বিচার পাবো।
সড়ক অবরোধ ও মানববন্ধনে বক্তব্য রাখেন সোনিয়া খাতুন, মহিলা দল নেত্রী রূপা হোসেন, জীবন, নেসার, ইকবালসহ অন্যান্য এলাকাবাসী।
পরে দুই ঘন্টার পর সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আখতার হোসেনের নেতৃত্বে প্রশাসন এসে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।