সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। বিস্ফোরণে আগুন ধরে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
বর্তাসংস্থা সানা জানায়, ‘বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা লাতাকিয়ার উপর হামলা প্রতিরোধ করেছে। বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শক্ত ঘাঁটি লাতাকিয়ার প্রবেশপথে ইসরায়েলের বিমান হামলার কারণে আগুন ধরে যায়।
ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরাইলের হামলাটি ছিল ‘লাতাকিয়া শহরের একটি অস্ত্রের ডিপোকে লক্ষ্য করে।
ইসরায়েলের দাবি, লেবাননের হিজবুল্লাহর সাথে জোটবদ্ধ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
এর আগে গত ৯ সেপ্টেম্বর সিরিয়ার মধ্যাঞ্চলে সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১৪ জন নিহত হন। এই হামলায় আহত হন আরও ৪৩ জন।