সিরাজগঞ্জের তাড়াশ থানায় নাশকতা মামলার প্রধান আসামি ও উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খানকে গ্রেফতার করেছে র্যাপিড একশন ব্যাটেলিয়ন (র্যাব)-১২। ঢাকা জেলার সাভারের রাজাবাড়ী এলাকা থেকে র্যাব-১২ ও র্যাব-৪ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার দুপুরে র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের ধানের শীষ প্রতীকের প্রচারণায় বাধা দিতে এবং বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে আনোয়ার হোসেন খানসহ অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে আক্রমণ চালায়। সেসময় নির্বাচনী প্রচারণা বাধাগ্রস্ত করার লক্ষ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং আওয়ামী লীগের নাম নিয়ে উল্লাস করেন বলে অভিযোগ রয়েছে। আসামিরা হত্যার উদ্দেশ্যে কয়েকটি গাড়িতে হামলা চালায় এবং হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়।
আনোয়ার হোসেন খানকে দুটি নাশকতা মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
গ্রেফতারকৃত আসামি আনোয়ার হোসেন খান (৫০), তাড়াশ থানার খানপাড়া এলাকার মৃত বক্স খানের ছেলে।