বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান প্রধান অতিথির ভাষণে বলেছেন, যারা জামায়াতকে নিষিদ্ধ করেছে, অফিস সিলগালা করেছে, নিবন্ধন বাতিল করেছে; আল্লাহ তায়ালা তাদেরকে নিষিদ্ধ করেছেন। আওয়ামী লীগ দেশে গৃহযুদ্ধ চেয়েছিল, তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। আমরা ক্ষমতায় গেলে সবার হাতে কাজ তুলে দেব।
তিনি আরও বলেন ঘুষ দুর্নীতি থাকবে না। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে, সকল সিন্ডিকেট ভেঙে দেব। তিনি বলেন, যারা দেশকে নিজেদের বাপ দাদার রাজ্য মনে করতেন; খুন গুম করে হত্যাকান্ড ঘটাতেন; প্রবীন আলেমদেরকে অন্যায় ভাবে আটক করে শাস্তি দিতেন, তাদেরকে ধরে এনে বিচার করা হবে। জামায়াত একমাত্র আল্লাহর দ্বীনের জন্য কাজ করে যাচ্ছে। সৎ, যোগ্য, দক্ষ নেতৃত্ব না হলে দেশের কোনও কল্যাণ হয় না। তিনি প্রত্যেক শহিদ ও আহত পরিবারের পাশে সকলকে দাড়ানোর আহ্বান জানান। ঝিনাইদহ উজির আলি স্কুল মাঠ প্রাঙ্গণে জেলা কর্মী সম্মেলন জেলা আমির আলি আযম মোঃ আবু বকরের সভাপতিত্বে বৃহস্পতিবার দুপুর ২ টায় অনুষ্ঠিত হয়।
সম্মেলন উদ্বোধন করেন ছাত্রশিবিরের শহিদ পারভেজের পিতা জাহাঙ্গীর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা আমির আলি আযম মোঃ আবু বকর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য মোবারক হোসাইন, অধ্যাপক ফারুক আহমেদ (মহেশপুর), আজিজুর রহমান (কোটচাঁদপুর), ওয়ালিউর রহমান (কালিগন্জ), মাওলানা আবু তালেব, মতিউর রহমান (সদর), হারুন অর রশিদ (পৌর আমির), জেলা শিবির সভাপতি মনিরুজ্জামান, অধ্যক্ষ আব্দুল হাই ও আব্দুল আলিম প্রমুখ।
বক্তাগণ বলেন, আমরা কারো ক্ষমতায় যাওয়ার সিড়ি হতে চাই না। আমরা কোরআনের রাষ্ট্র চাই, আগামীর বাংলাদেশ জামায়াতের বাংলাদেশ ও নতুন বাংলাদেশ গড়তে চাই। সৎ প্রার্থীদের ভোট চাই। জালেমের হাত থেকে দেশ রক্ষা পেয়েছে, তারা সোনার বাংলার কথা বলে দেশকে শ্মশানে পরিণত করেছিল। জামায়াতের আমিরের আগমনকে ঘিরে জেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নেতাকর্মী উজির আলি মাঠ প্রাঙ্গণে উপস্থিত হয়।