শনিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া গাবতলীর বালিয়াদিঘী ইউনিয়ন শাখার উদ্যোগে স্থানীয় স্কুলমাঠে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার সাবেক জেলা আমির গোলাম রব্বানী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াদিঘী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আবু সাইদ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী জেলা শাখার কর্ম পরিষদ সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল মজিদ, গাবতলী উপজেলা শাখার আমীর অধ্যক্ষ মোঃ ইউনুছ আলী, সেক্রেটারী অধ্যাপক আব্দুল ওয়াদুদ।
ইন্ডাস্ট্রিয়ালিস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন জেলা শাখার সেক্রেটারী মুহা. শাহিনুর ইসলাম রনির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ছাত্রশিবির বগুড়া শহর পূর্ব শাখার সাবেক সভাপতি ফিরোজ আহমেদ, জামায়াতে ইসলামী মহিষাবান ইউনিয়ন শাখার সেক্রেটারি আমজাদ হোসেন, গাবতলী উপজেলা শাখার সভাপতি মোঃ হাবিবুল্লা, ছাত্রশিবির নেতা রাজিবুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।