কমতে শুরু করেছে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ।উত্তরবঙ্গ, সিলেট ও উপকূলীয় এলাকায় কুয়াশা পড়তে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর পরবর্তী ৭২ ঘণ্টায় তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে কুয়াশা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে ।
হালকা থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করেছে দেশের উত্তরাঞ্চলসহ সারাদেশে। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী দুদিন দেশের উত্তারঞ্চলে ঘন কুয়াশা পড়তে পারে বলে।
আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে আজ রবিবার এসব তথ্য জানানো হয়েছে।
আজ ও আগামীকাল দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
উত্তরাঞ্চলে আপতত ঘন কুয়াশা পড়তে পারে। অন্যত্র কিছুটা কম থাকতে পারে। তবে আগামী মাসের শুরু থেকে দেশের সর্বত্র ঘন কুয়াশা পড়তে পারে জানিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ পারভিন জানিয়েছেন, ডিসেম্বরের মাঝামাঝি ঢাকায় শীত পুরোপুরি জেঁকে বসতে পারে। এর আগ পর্যন্ত স্বাভাবিকভাবেই তাপমাত্রা কমে আসার কারণে শীত অনুভূত হবে। ঢাকায় শীত নভেম্বরের মাঝামাঝি থেকে অনুভূত হতে শুরু করবে এবং ডিসেম্বরের শুরু থেকে তাপমাত্রা কমে মাঝামাঝি সময়ে পুরোপুরি জেঁকে বসতে পারে।