Dhaka ০৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

তানোরে সওজের জায়গা দখল মার্কেট নির্মাণ যোগসাজশে প্ল্যান পাশ

রাজশাহীর তানোরে সড়ক জনপথ বিভাগের জায়গা দখল ও যোগসাজশে পৌরসভা থেকে প্ল্যান পাশ করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে ডিস কামালের বিরুদ্ধে। পৌর এলাকার তালন্দ বাজারের দক্ষিণে ও তানোর টু তালন্দ রাস্তা সংলগ্ন জায়গার পূর্ব দিকে মার্কেট নির্মাণের ঘটনা ঘটে রয়েছে। এঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করলেও প্রকাশ্যে কেউ মুখ খুলতে পারছেনা। ফলে সরেজমিনে তদন্ত করলেই জায়গা দখলের সত্যতা পাওয়া যাবে।

জানা গেছে, তানোর পৌর এলাকার তালন্দ যাওয়ার ও বাজারের দক্ষিণে ওয়ালটন শোরুম এবং মুল রাস্তার পূর্ব দিকে গত কয়েকদিন ধরে মার্কেট নির্মাণের পিলার তোলার জন্য মাটি খনন করা হয়েছে। ওই জায়গায়টি খাস বলে বনিক সমিতির কার্যালয় নির্মান করার পরিকল্পনা করছিলেন ব্যবসায়ীরা। তখন তারা জানিয়েছিল জায়গাটি খাস আর বনিক সমিতির কোন কার্যালয় নেই।

বেশকিছু ব্যবসায়ীরা জানান, আমদের জানা মতে জায়গাটির কিছু অংশ খাস ছিল। কিন্তু গত কয়েকদিন ধরে ডিস কামাল ওই জায়গাসহ সওজের জায়গা দখল করে পিটার উত্তোলনের জন্য মাটি খনন করছেন৷ এখন শোনা যাচ্ছে জায়গা নাকি পৈত্রিক কামাল মালিকের কাজ থেকে কিনে পাকা ঘর তৈরি করবেন। যদি ক্রয় করে থাকে ডিস কামাল তাহলে সওজের জায়গা দখল করছে কেন এমন প্রশ্ন জনমনে । সামনে যত গুলো গর্ত খনন করা হয়েছে সবই সওজের জায়গা। গত ৫ আগস্টের পরে পৌরসভা থেকে প্ল্যান পাশও করে দেয়া হয়। এটা কিভাবে সম্ভব হয় বুঝে আসেনা।

সরেজমিনে দেখা যায়, ওই জায়গার পিছনে ফার্নিচারের দোকান রয়েছে। জায়গার সামনে রাস্তা ও বিদ্যুতের পোল পুতা আছে। উত্তরে রয়েছে দোকান, দক্ষিণে পড়ে রয়েছে কাঠ। জায়গার সামনের সবগুলো গর্ত সওজের জায়গায় করা হয়েছে।

মার্কেট নির্মাণ কারী ডিস কামাল জানান, আমি জায়গাটি কিনে নিয়ে পৌরসভা থেকে প্ল্যান পাশ করে সে অনুযায়ী মার্কেট ঘর নির্মাণ করছি। আপনি তো সওজের জায়গা দখল করে গর্ত খনন করেছেন জানতে চাইলে তিনি জানান প্ল্যান মোতাবেক কাজ করছি।

পৌরসভার কার্যসহকারী মাহবুরের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি জানান, প্ল্যানের যাবতীয় কাজ করে উচ্চমান সহকারী ওমর আলী।
ওমর আলীর কাছে জানতে চাইলে তিনি জানান, প্ল্যান তৈরি পাশ করে থাকেন কার্যসহকারী মাহবুর ও অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত প্রকৌশলী সরদার জাহাঙ্গীর।

পুনরায় মাহবুরকে প্ল্যান পাশের বিষয়ে অবহিত করা হলে তিনি জানান আমিতো ঢাকায় এসেছি, আগামী রবিবারে কাগজপত্র দেখে বলতে পারব কে এই প্ল্যান তৈরি করেছে।

সুত্র জানায়, ১৬৬৩(৪০) নম্বর স্মারকে বিগত ২০২৩ সালের দিকে সওজের নির্বাহী প্রকৌশলী আব্দুল হাকিম স্বাক্ষরিত আদেশে সড়কে ১০ মিটারের মধ্যে যে কোন স্থায়ী অস্থায়ী অবকাঠামো ও ভবনের প্ল্যান অনুমোদন না দেয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে অনুরোধ করা হয়। এআদেশটি তানোর পৌরসভা কে দেয়া হয়। কিন্তু সেই আদেশ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পৌর কর্তৃপক্ষ প্ল্যান পাশ করে দিয়েছেন।

অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত সহকারী প্রকৌশলী সরদার জাহাঙ্গীরের মোবাইলে ফোন দেয়া হলে তিনিও রিসিভ করেননি। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলামের মোবাইল নম্বরে ফোন দেয়া হলে তিনি রিসিভ করেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

বড়পুকুরিয়া কয়লা খনিতে পরিত্যক্ত লোহা বিক্রি

তানোরে সওজের জায়গা দখল মার্কেট নির্মাণ যোগসাজশে প্ল্যান পাশ

Update Time : ১১:১৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

রাজশাহীর তানোরে সড়ক জনপথ বিভাগের জায়গা দখল ও যোগসাজশে পৌরসভা থেকে প্ল্যান পাশ করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে ডিস কামালের বিরুদ্ধে। পৌর এলাকার তালন্দ বাজারের দক্ষিণে ও তানোর টু তালন্দ রাস্তা সংলগ্ন জায়গার পূর্ব দিকে মার্কেট নির্মাণের ঘটনা ঘটে রয়েছে। এঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করলেও প্রকাশ্যে কেউ মুখ খুলতে পারছেনা। ফলে সরেজমিনে তদন্ত করলেই জায়গা দখলের সত্যতা পাওয়া যাবে।

জানা গেছে, তানোর পৌর এলাকার তালন্দ যাওয়ার ও বাজারের দক্ষিণে ওয়ালটন শোরুম এবং মুল রাস্তার পূর্ব দিকে গত কয়েকদিন ধরে মার্কেট নির্মাণের পিলার তোলার জন্য মাটি খনন করা হয়েছে। ওই জায়গায়টি খাস বলে বনিক সমিতির কার্যালয় নির্মান করার পরিকল্পনা করছিলেন ব্যবসায়ীরা। তখন তারা জানিয়েছিল জায়গাটি খাস আর বনিক সমিতির কোন কার্যালয় নেই।

বেশকিছু ব্যবসায়ীরা জানান, আমদের জানা মতে জায়গাটির কিছু অংশ খাস ছিল। কিন্তু গত কয়েকদিন ধরে ডিস কামাল ওই জায়গাসহ সওজের জায়গা দখল করে পিটার উত্তোলনের জন্য মাটি খনন করছেন৷ এখন শোনা যাচ্ছে জায়গা নাকি পৈত্রিক কামাল মালিকের কাজ থেকে কিনে পাকা ঘর তৈরি করবেন। যদি ক্রয় করে থাকে ডিস কামাল তাহলে সওজের জায়গা দখল করছে কেন এমন প্রশ্ন জনমনে । সামনে যত গুলো গর্ত খনন করা হয়েছে সবই সওজের জায়গা। গত ৫ আগস্টের পরে পৌরসভা থেকে প্ল্যান পাশও করে দেয়া হয়। এটা কিভাবে সম্ভব হয় বুঝে আসেনা।

সরেজমিনে দেখা যায়, ওই জায়গার পিছনে ফার্নিচারের দোকান রয়েছে। জায়গার সামনে রাস্তা ও বিদ্যুতের পোল পুতা আছে। উত্তরে রয়েছে দোকান, দক্ষিণে পড়ে রয়েছে কাঠ। জায়গার সামনের সবগুলো গর্ত সওজের জায়গায় করা হয়েছে।

মার্কেট নির্মাণ কারী ডিস কামাল জানান, আমি জায়গাটি কিনে নিয়ে পৌরসভা থেকে প্ল্যান পাশ করে সে অনুযায়ী মার্কেট ঘর নির্মাণ করছি। আপনি তো সওজের জায়গা দখল করে গর্ত খনন করেছেন জানতে চাইলে তিনি জানান প্ল্যান মোতাবেক কাজ করছি।

পৌরসভার কার্যসহকারী মাহবুরের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি জানান, প্ল্যানের যাবতীয় কাজ করে উচ্চমান সহকারী ওমর আলী।
ওমর আলীর কাছে জানতে চাইলে তিনি জানান, প্ল্যান তৈরি পাশ করে থাকেন কার্যসহকারী মাহবুর ও অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত প্রকৌশলী সরদার জাহাঙ্গীর।

পুনরায় মাহবুরকে প্ল্যান পাশের বিষয়ে অবহিত করা হলে তিনি জানান আমিতো ঢাকায় এসেছি, আগামী রবিবারে কাগজপত্র দেখে বলতে পারব কে এই প্ল্যান তৈরি করেছে।

সুত্র জানায়, ১৬৬৩(৪০) নম্বর স্মারকে বিগত ২০২৩ সালের দিকে সওজের নির্বাহী প্রকৌশলী আব্দুল হাকিম স্বাক্ষরিত আদেশে সড়কে ১০ মিটারের মধ্যে যে কোন স্থায়ী অস্থায়ী অবকাঠামো ও ভবনের প্ল্যান অনুমোদন না দেয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে অনুরোধ করা হয়। এআদেশটি তানোর পৌরসভা কে দেয়া হয়। কিন্তু সেই আদেশ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পৌর কর্তৃপক্ষ প্ল্যান পাশ করে দিয়েছেন।

অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত সহকারী প্রকৌশলী সরদার জাহাঙ্গীরের মোবাইলে ফোন দেয়া হলে তিনিও রিসিভ করেননি। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলামের মোবাইল নম্বরে ফোন দেয়া হলে তিনি রিসিভ করেননি।