Dhaka ০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মহাদেবপুরে পূর্ব শত্রুতার জেরে মারপিট ও বাড়ি ভাংচুর লুটপাট এর অভিযোগ

নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের শালবাড়ী গ্রামের খোকা মন্ডল এর স্ত্রী ডেজি বানু কে পূর্ব শত্রুতার জেরে একই ইউনিয়নের কাশিবাড়ি গ্রামের মৃত খোয়াজ উদ্দীনের ছেলে লজিবর রহমান তার কাডার বাহিনীর প্রধান মৃত বুদাই মন্ডলের ছেলে রতন আলী তার সহকারী মৃত সফাই এর ছেলে হামিদুর রহমান, তার ছেলে রাকিব হোসেন গত গত ০১-০৪-২০২৪ তারিখ বিকাল অনুমান ০৫:০০ সময় দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে মারপিট বাড়ি ভাংচুর করে। এক প্রর্যায়ে অসৎ উদ্দেশ্য নিয়ে বাড়ির এক ঘরে গিয়ে ডেজি বানুকে যৌন হয়রানির করে লজিবর রহমান। ডেজি বানু ডাক চিৎকার শুরু করলে লজিবর রহমান তাকে ছেড়ে দিয়ে বাহিরে আসলে ডেজি বানুকে লজিবর রহমানের স্ত্রী পান্না বেগম, মেয়ে মারুফা বানু, ফাতেমা বানু, মোছাঃ মেহেরুন নেছা, রুমি বানু মারপিট করে জখম করে বাড়ির মূল্যবান জিনিস পত্র ও টাকা পয়সা লুটপাট করে নিয়ে চলে যায়। এই বিষয়ে ভুক্তভোগী ডেজি বানু বাদী হয়ে মহাদেবপুর থানায় মামলা করেন।

ভুক্তভোগী ডেজি বলেন, ঘঠনার দিন লজিবর রহমান হঠাৎ আমার বাসায় এসে অতর্কিত হামলা করে আমাকে মারপিট ও শ্লীলতাহানি করে আমি এলাকায় বিচার না পেয়ে থানা ও  আদালতে গিয়ে মামলা দায়ের করি। যার মামলা নং-১৩৩/২৪ (মহাঃ)। এমতাবস্থায় লজিবর রহমান আমাকে আদালত থেকে মামলা উঠে নেওয়ার জন্য বলে। আমি তার কথায় রাজি না হলে বিভিন্ন সময়ে আমাকে ও আমার পরিবারের লোকজনদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসতেছে। সেই জের ধরে আবারও তারা লজিবর রহমান সহ উপরোক্ত – আসামীগন হাতে ধারালো হাসুয়া, লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে বে-আইনী জনতায় দলবদ্ধ হয়ে গত (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় আমার বসতবাড়ীর ভিতর আঙ্গিনার অনধিকার প্রবেশ করে আমাকে সহ আমার পরিবারের লোকজনদের অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে -এবং আমাদের বসতবাড়ীর দরজা, জানালা ও টিন বাড়ীর অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে।  আমি তাদের ভাংচুর ও গালিগালাজ করিতে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে আমার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মোঃ লজিবর রহমান এর হুকুমে সকল আসামীগন আমাকে এলোপাথাড়ী ভাবে মারপিট করে। লজিবর এর হাতে থাকা লোহার রড দ্বারা হত্যার উদ্দেশ্যে আমার মাথায় আঘাত করলে আমি আঘাতটি ডান হাত দ্বারা প্রতিহত করলে আমার ডান হাতের বাহুতে লাগে গুরুতর হাড় ভাঙ্গে জখম হয়। আমি ঘটনাস্থলে পড়ে যাই ডাকচিৎকার করতে থাকলে আমার ডাকচিৎকার শুনে গ্রামবাসী উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠায়।

এই বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসমত আলী বলেন, মারধরের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে, আসামি দের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে, বাড়িতে না থাকায় তাদের ধরা যায়নি। আমাদের অভিযান পরিচালনা নিয়মিত থাকবে তাদের ধরে আইনের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া চিঠি গ্রহণ করেছে দিল্লি

মহাদেবপুরে পূর্ব শত্রুতার জেরে মারপিট ও বাড়ি ভাংচুর লুটপাট এর অভিযোগ

Update Time : ০৭:৫৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের শালবাড়ী গ্রামের খোকা মন্ডল এর স্ত্রী ডেজি বানু কে পূর্ব শত্রুতার জেরে একই ইউনিয়নের কাশিবাড়ি গ্রামের মৃত খোয়াজ উদ্দীনের ছেলে লজিবর রহমান তার কাডার বাহিনীর প্রধান মৃত বুদাই মন্ডলের ছেলে রতন আলী তার সহকারী মৃত সফাই এর ছেলে হামিদুর রহমান, তার ছেলে রাকিব হোসেন গত গত ০১-০৪-২০২৪ তারিখ বিকাল অনুমান ০৫:০০ সময় দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে মারপিট বাড়ি ভাংচুর করে। এক প্রর্যায়ে অসৎ উদ্দেশ্য নিয়ে বাড়ির এক ঘরে গিয়ে ডেজি বানুকে যৌন হয়রানির করে লজিবর রহমান। ডেজি বানু ডাক চিৎকার শুরু করলে লজিবর রহমান তাকে ছেড়ে দিয়ে বাহিরে আসলে ডেজি বানুকে লজিবর রহমানের স্ত্রী পান্না বেগম, মেয়ে মারুফা বানু, ফাতেমা বানু, মোছাঃ মেহেরুন নেছা, রুমি বানু মারপিট করে জখম করে বাড়ির মূল্যবান জিনিস পত্র ও টাকা পয়সা লুটপাট করে নিয়ে চলে যায়। এই বিষয়ে ভুক্তভোগী ডেজি বানু বাদী হয়ে মহাদেবপুর থানায় মামলা করেন।

ভুক্তভোগী ডেজি বলেন, ঘঠনার দিন লজিবর রহমান হঠাৎ আমার বাসায় এসে অতর্কিত হামলা করে আমাকে মারপিট ও শ্লীলতাহানি করে আমি এলাকায় বিচার না পেয়ে থানা ও  আদালতে গিয়ে মামলা দায়ের করি। যার মামলা নং-১৩৩/২৪ (মহাঃ)। এমতাবস্থায় লজিবর রহমান আমাকে আদালত থেকে মামলা উঠে নেওয়ার জন্য বলে। আমি তার কথায় রাজি না হলে বিভিন্ন সময়ে আমাকে ও আমার পরিবারের লোকজনদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসতেছে। সেই জের ধরে আবারও তারা লজিবর রহমান সহ উপরোক্ত – আসামীগন হাতে ধারালো হাসুয়া, লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে বে-আইনী জনতায় দলবদ্ধ হয়ে গত (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় আমার বসতবাড়ীর ভিতর আঙ্গিনার অনধিকার প্রবেশ করে আমাকে সহ আমার পরিবারের লোকজনদের অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে -এবং আমাদের বসতবাড়ীর দরজা, জানালা ও টিন বাড়ীর অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে।  আমি তাদের ভাংচুর ও গালিগালাজ করিতে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে আমার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মোঃ লজিবর রহমান এর হুকুমে সকল আসামীগন আমাকে এলোপাথাড়ী ভাবে মারপিট করে। লজিবর এর হাতে থাকা লোহার রড দ্বারা হত্যার উদ্দেশ্যে আমার মাথায় আঘাত করলে আমি আঘাতটি ডান হাত দ্বারা প্রতিহত করলে আমার ডান হাতের বাহুতে লাগে গুরুতর হাড় ভাঙ্গে জখম হয়। আমি ঘটনাস্থলে পড়ে যাই ডাকচিৎকার করতে থাকলে আমার ডাকচিৎকার শুনে গ্রামবাসী উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠায়।

এই বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসমত আলী বলেন, মারধরের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে, আসামি দের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে, বাড়িতে না থাকায় তাদের ধরা যায়নি। আমাদের অভিযান পরিচালনা নিয়মিত থাকবে তাদের ধরে আইনের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।