বগুড়ার নন্দীগ্রামে সাংবাদিকবৃন্দের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, সহসভাপতি মিনহাজুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান প্রমুখ।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু নন্দীগ্রাম উপজেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সাংবাদিকসহ সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।