কুড়িগ্রামের উলিপুরে আজ ২১ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় প্রতিষ্ঠানটির অভ্যন্তরে জারুল চত্বরে অনুষ্ঠিত হয় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ।
মনোমুগ্ধকর অনুষ্ঠানটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন, রংপুর লেখক ও ট্রাস্টি, শিল্পী কল্যাণ ট্রাস্ট, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান ।
বিশেষ অতিথি ছিলেন, লেখক ও ট্রাস্টি, শিল্পী কল্যাণ ট্রাস্ট, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর নাহিদ হাসান নলেজ l উলিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাই, উলিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা: নার্গিস ফাতিমা তোকদার, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক ও কুড়িগ্রাম টিআইবি সনাক এর সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু । সভাপতিত্ব করেন, এন,এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ শামীম আক্তার আমিন ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোছা: ফরিদা ইয়াসমিন, প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক যথীন্দ্র নাথ বর্মন প্রমুখ ।
অনুষ্ঠানে শিশু শ্রেণী থেকে দশম শ্রেণী ও ২০২৪ সালের এস এস সিতে জিপিএ প্রাপ্ত মোট ২৮৯ জন শিক্ষার্থীকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয় ।
প্রথম পর্ব শেষে দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ।