মাগুরা জেলার সাবেক ফুটবল খেলোয়াড়দের এক মিলন মেলা ও প্রীতি ফুটবল ম্যাচ শুক্রবার বিকেলে অনু্ষ্ঠিত হয়। মাগুরা জেলা ক্রীড়াসংস্থা আয়োজিত এ মিলন মেলায় সভাপতিত্ব করেন মাগুরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি কৃতি ফুটবল খেলোয়াড় শরীফ আজিজুল হাসান মোহন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক, সভাপতি জেলা ক্রীড়া সংস্থা ও প্রধান উপদেষ্টা মাগুরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন মোঃ অহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন মাগুরার পুলিশ সুপার মাগুরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের উপদেষ্টা মিনা মাহমুদা বিপিএম। মাগুরা জেলা বিএনপি নেতা মনোয়ার হোসেন খান, আখতার হোসেন, আলমগীর হোসেন, জেলা জামায়াতের আমীর এম বি বাকেরসহ রাজনৈতিক নেতৃবৃন্দ। জেলা প্রশাসক প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন। মাগুরা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ মিলন মেলা ও প্রীতি ফুটবল ম্যাচে জেলার বিপুল সংখ্যক সাবেক ও বর্তমান খেলোয়াড় ও দর্শকদের সমাগম হয়।