Dhaka ০৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কালিয়াকৈরে পুলিশের ঠেলাঠেলি ১০ঘন্টা পর ভাসমান লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে থানার মৌচাক ফাঁড়ি পুলিশ ও টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির ঠেলাঠেলি শেষে ১০ ঘন্টার পর সোমবার বিকেলে নদী থেকে ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। এভাবে ঘন্টার পর ঘন্টা নদীতে লাশ ভাসমান থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। তার নাম দুদু মিয়া (৩৫)। তিনি গাইবান্ধার সদর থানার মৌজামালিবাড়ি গ্রামে নেছার উদ্দিনের ছেলে। তিনি অটোরিকশা চালক ছিলেন।

এলাকাবাসী, টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ি ও মৌচাক পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, তুরাগ নদীর কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার সকাল ৭টার দিকে ওই এলাকায় তুরাগ নদীর পাড় ঘেঁষে এক যুবকের ভাসমান লাশ দেখতে পান এলাকাবাসী। পরে তারা কালিয়াকৈর থানায় জানালেও মৌচাক ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধারে গড়িমসি করে। ওই ফাঁড়ি পুলিশ উল্টো জানায় নদীতে ভাসমান লাশ উদ্ধার করা তাদের কাজ নয়। এ লাশ উদ্ধার করবে নৌ পুলিশ। এরপর মৌচাক ফাঁড়ি পুলিশ ভাসমান ওই লাশের বিষয়টি টঙ্গী নৌ পুলিশ ফাঁড়িকে অবগত করে। এভাবে ওই দুই পুলিশ ফাঁড়ির পুলিশের ঠেলাঠেলিতে ঘন্টার পর ঘন্টা নদীতে লাশ ভাসতে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। খবর পেয়ে গাজীপুর পিবিআই পুলিশ ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিচয় শনাক্ত করে। ওই

যুবকের নাম দুদু মিয়া। এরপর মৌচাক ফাঁড়ি পুলিশ ও নৌ ফাঁড়ি পুলিশের ঠেলাঠেলি শেষে ১০ ঘন্টার পর ঘটনাস্থলে যায়। বিকেল ৫টার দিকে ওই নদী থেকে ভাসমান অর্ধগলিত লাশ উদ্ধার করে নৌ পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে তাকে লাশ নদীতে ফেলে গেছে দুর্বৃত্তরা।

নিহতের চাচাত ভাই রেজাউল বলেন, আমার চাচাত ভাই দুদু কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বাসা ভাড়া থেকে অটোরিকশা চালাতেন। গত শুক্রবার বিকেলে অটোরিকশা নিয়ে বের হয়ে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় তার পরিবার কালিয়াকৈর থানায় জিডি করে। নিখোঁজের তিন দিন পর নদীতে ভাসমান অবস্থায় ভাইয়ের লাশ পাওয়া গেল।

মৌচাক ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, নদীতে থাকা লাশ উদ্ধার করা আমাদের দায়িত্ব না। এটা নৌপুলিশের দায়িত্ব। নৌপুলিশকে খবর দেওয়া হয়েছে। এব্যাপারে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে বিকেলে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মর্গে প্রেরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

ভুক্তভোগীদের মানববন্ধন আলোকদিয়ায় যমুনার ভাঙনের মুখে বসতবাড়ি ও বৈদ্যুতিক টাওয়ার

কালিয়াকৈরে পুলিশের ঠেলাঠেলি ১০ঘন্টা পর ভাসমান লাশ উদ্ধার

Update Time : ০৫:০২:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

গাজীপুরের কালিয়াকৈরে থানার মৌচাক ফাঁড়ি পুলিশ ও টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির ঠেলাঠেলি শেষে ১০ ঘন্টার পর সোমবার বিকেলে নদী থেকে ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। এভাবে ঘন্টার পর ঘন্টা নদীতে লাশ ভাসমান থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। তার নাম দুদু মিয়া (৩৫)। তিনি গাইবান্ধার সদর থানার মৌজামালিবাড়ি গ্রামে নেছার উদ্দিনের ছেলে। তিনি অটোরিকশা চালক ছিলেন।

এলাকাবাসী, টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ি ও মৌচাক পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, তুরাগ নদীর কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার সকাল ৭টার দিকে ওই এলাকায় তুরাগ নদীর পাড় ঘেঁষে এক যুবকের ভাসমান লাশ দেখতে পান এলাকাবাসী। পরে তারা কালিয়াকৈর থানায় জানালেও মৌচাক ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধারে গড়িমসি করে। ওই ফাঁড়ি পুলিশ উল্টো জানায় নদীতে ভাসমান লাশ উদ্ধার করা তাদের কাজ নয়। এ লাশ উদ্ধার করবে নৌ পুলিশ। এরপর মৌচাক ফাঁড়ি পুলিশ ভাসমান ওই লাশের বিষয়টি টঙ্গী নৌ পুলিশ ফাঁড়িকে অবগত করে। এভাবে ওই দুই পুলিশ ফাঁড়ির পুলিশের ঠেলাঠেলিতে ঘন্টার পর ঘন্টা নদীতে লাশ ভাসতে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। খবর পেয়ে গাজীপুর পিবিআই পুলিশ ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিচয় শনাক্ত করে। ওই

যুবকের নাম দুদু মিয়া। এরপর মৌচাক ফাঁড়ি পুলিশ ও নৌ ফাঁড়ি পুলিশের ঠেলাঠেলি শেষে ১০ ঘন্টার পর ঘটনাস্থলে যায়। বিকেল ৫টার দিকে ওই নদী থেকে ভাসমান অর্ধগলিত লাশ উদ্ধার করে নৌ পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে তাকে লাশ নদীতে ফেলে গেছে দুর্বৃত্তরা।

নিহতের চাচাত ভাই রেজাউল বলেন, আমার চাচাত ভাই দুদু কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বাসা ভাড়া থেকে অটোরিকশা চালাতেন। গত শুক্রবার বিকেলে অটোরিকশা নিয়ে বের হয়ে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় তার পরিবার কালিয়াকৈর থানায় জিডি করে। নিখোঁজের তিন দিন পর নদীতে ভাসমান অবস্থায় ভাইয়ের লাশ পাওয়া গেল।

মৌচাক ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, নদীতে থাকা লাশ উদ্ধার করা আমাদের দায়িত্ব না। এটা নৌপুলিশের দায়িত্ব। নৌপুলিশকে খবর দেওয়া হয়েছে। এব্যাপারে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে বিকেলে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মর্গে প্রেরণ করা হয়।